স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) রাতে পার্কটির ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি রাইড চলাকালীন মাঝপথে ভেঙে নীচে পড়ে যায়। এই ঘটনায় ২৩ জন ভালমতোই আহত হলেও তাঁরা মৃত্যুর মুখ থেকেই বেঁচে ফিরেছেন ৷ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রাইডের গোলাকার ক্যারোসেলটি হঠাৎ করেই মাঝখান থেকে ভেঙে কয়েক মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে। এতে অনেকেই সিট থেকে ছিটকে পড়ে যান ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁরা ৷
advertisement
আরও পড়ুন– রাশিফল অগাস্ট ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজানক বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পরপরই পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কী করে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷
তইফের এই দুর্ঘটনা পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এই ধরনের রাইড চালানোর আগে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার অভাব নিয়ে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্কটি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।