ভিডিওতে দেখা গিয়েছে, পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন বাঙালি এক পড়ুয়া। তিনি বলছেন, ভারতীয় পড়ুয়াদের অনেক সময়েই ইউক্রেনের বাহিনী ও রুশ সেনার ক্রস ফায়ারিংয়ের মধ্যে পড়তে হচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পড়ুয়ারা বেশিরভাগ সময়ে বাঙ্কারেই কাটাচ্ছেন বলেও বলেছেন পড়ুয়া রৌণক বিশ্বাস। তিনি নিজেও ইউক্রেনের সীমান্তে আটকে আছেন।
আরও পড়ুন: ইউক্রেন সঙ্কটে কেন্দ্রের পাশে আছেন, মোদিকে চিঠি দিয়ে আশ্বাস মমতার
advertisement
এ দিকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি জরুরি বৈঠকে বসেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন চার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, ভিকে সিং-সহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব হর্ষবর্ষন শ্রিংলা। আজ রাতেই ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিরে রওনা দেওয়ার কথা রয়েছে চার মন্ত্রীর।
এ ছাড়া ভারতের তরফ থেকেও যুদ্ধ থামাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন, এই নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলতে। তার পর রাশিয়ার সঙ্গে কথাও হয়েছিল। ফের এই পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দ্রুত এই বিষয়ে বৈঠক সারবেন তিনি।