TRENDING:

Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত

Last Updated:

যে ১২৮ জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে ৮৯ জনের দেহই শনাক্ত করা সম্ভব হয়নি৷

advertisement
হংকংয়ের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১২৮৷ এখনও পর্যন্ত ওই আবাসনের বহু আবাসিকই নিখোঁজ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ নিখোঁজ প্রিয়জনদের খুঁজে পাওয়ার ক্ষীণ আশা নিয়ে হাসপাতালে হাসপাতালে ভিড় জমাচ্ছেন বহু মানুষ৷
হংকংয়ের বহুতলে বিধ্বংসী আগুন৷ ছবি-এক্স
হংকংয়ের বহুতলে বিধ্বংসী আগুন৷ ছবি-এক্স
advertisement

গত বুধবার হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট হাউজিং এস্টেট নামে একটি আবাসন কমপ্লেক্সে আগুন লাগে৷ পাশাপাশি আটটি বহুতলকে গ্রাস করে বিধ্বংসী আগুন৷ ওই আটটি বহুতলে সবমিলিয়ে প্রায় ৪৮০০ মানুষ বসবাস করতেন৷ তাঁদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়৷ তার পরেও এখনও পর্যন্ত প্রায় ২০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর৷

advertisement

যে ১২৮ জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে ৮৯ জনের দেহই শনাক্ত করা সম্ভব হয়নি৷ তবে স্বস্তির বিষয় হল, প্রায় ৪০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে এই বিধ্বংসী আগুন৷ প্রায় ১৮০০ ফ্ল্যাটে তল্লাশিও শেষ করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
সকলের প্রিয় নলেন গুড়েই বাসা বাঁধছে মারণ রোগ! হারাচ্ছে স্বাদ ও সুবাস
আরও দেখুন

কীভাবে এই আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে৷ সংস্কারকাজের জন্য বহুতলের চারপাশে লাগানো বাঁশের মাচা এবং নেট থেকেই আগুন লেগেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ হংকং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলগুলিতে সংস্কারের জন্য বাঁশের মাচাকে ঘিরে যে নেট লাগানো হয়েছিল, তাতেই কোনওভাবে প্রথমে আগুন ধরে যায়৷ বাঁশের মতো দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে৷ দমকলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটটি বহুতলেরই ফায়ার অ্যালার্ম সিস্টেম ঠিক মতো কাজ করেনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল