গত বুধবার হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট হাউজিং এস্টেট নামে একটি আবাসন কমপ্লেক্সে আগুন লাগে৷ পাশাপাশি আটটি বহুতলকে গ্রাস করে বিধ্বংসী আগুন৷ ওই আটটি বহুতলে সবমিলিয়ে প্রায় ৪৮০০ মানুষ বসবাস করতেন৷ তাঁদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়৷ তার পরেও এখনও পর্যন্ত প্রায় ২০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর৷
advertisement
যে ১২৮ জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে ৮৯ জনের দেহই শনাক্ত করা সম্ভব হয়নি৷ তবে স্বস্তির বিষয় হল, প্রায় ৪০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে এই বিধ্বংসী আগুন৷ প্রায় ১৮০০ ফ্ল্যাটে তল্লাশিও শেষ করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা৷
কীভাবে এই আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে৷ সংস্কারকাজের জন্য বহুতলের চারপাশে লাগানো বাঁশের মাচা এবং নেট থেকেই আগুন লেগেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ হংকং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলগুলিতে সংস্কারের জন্য বাঁশের মাচাকে ঘিরে যে নেট লাগানো হয়েছিল, তাতেই কোনওভাবে প্রথমে আগুন ধরে যায়৷ বাঁশের মতো দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে৷ দমকলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটটি বহুতলেরই ফায়ার অ্যালার্ম সিস্টেম ঠিক মতো কাজ করেনি৷
