TRENDING:

Bizarre: কেটে নেওয়া হয়েছে মুণ্ডু, তারপরেও লাফিয়ে চলেছে Frog, শিউরে ওঠার মতো ভিডিও Viral

Last Updated:

দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই আজব (Bizarre) ভাইরাল ভিডিও (Viral Video) দেখবেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অটোবা: কোনও মানুষই কখনওই  ভাবেননি বিজ্ঞানের এই অগ্রগতির যুগে এভাবে মহামারি ছড়িয়ে পড়বে৷ আর তার প্রভাবে পৃথিবীর বিভিন্ন দেশকে লকডাউন করে দিতে হবে৷ ২০২০-র পর থেকে যা যা ঘটনা ঘটছে তাতে মানুষ একেবারে হতচকিত৷ যা কল্পনাও করা যেত না৷ অ্যালিয়েন্স বাম ইউএফও - হয়ত সামনাসামনি দেখা যেতে পারে এমন পরিস্থিতি তৈরি হওয়াও অসম্ভব নয়৷ এখন মানুষ জানেন জম্বি কি? পুরনো বাংলা সাহিত্য অনুযায়ি যা স্কন্ধকাটা ভূত! যারা মরে যাওয়ার পরেও বেঁচে থাকে৷ সোশ্যাল মিডিয়ায় এরকমই এক আজব  (Bizarre) ভয়ের স্কন্ধকাটা ব্যাঙের (Frog) ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে৷ যার মাথা কেটে নেওয়ার কয়েক ঘণ্টা পরেও সে বেঁচে ছিল৷
advertisement

এক ব্যক্তি মুণ্ডু কাটা ব্যাঙকে এভাবে লাফাতে দেখে অবাক হয়ে যায়৷ কানাডার অটোবার বাসিন্দা ৩২ বছরের এক ব্যক্তি এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেছে৷ যে আপলোড করেছে সে মুণ্ডু কাটা ব্যাঙকে লাফাতে দেখে রেকর্ড করে নেয় সেই দৃশ্য৷ মাথা কাটা যাওয়ার পর সে শ্বাস নিতে পারছিল৷ মুণ্ডু  কাটা হওয়ার জন্যেও তার কোনও অসুবিধা হচ্ছিল না৷ ভিডিও যখন করা হচ্ছিল তখন যে ভিডিও করেছিল তার দিকেও লাফিয়ে এসেছিল৷

advertisement

আরও পড়ুন - IPL Points Table 2021: RCB-র জয়ে KKR -র চাপ! কী বলছে পয়েন্টের সাপ -সিঁড়ি

দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই আজব (Bizarre) ভাইরাল ভিডিও (Viral Video) দেখবেন না৷

ওই নেটিজেন একটি জম্বি ব্যাঙ বলেছেন অর্থাৎ এটি আসলে একটি ভূত ব্যাঙ৷ যে মুণ্ডু কাটা ব্যাঙ বুঝতে পারে তার আশেপাশে কেউ এসেছে সে লাফাতে শুরু করে৷ প্রথমে এভাবে আজব মুণ্ডু কাটা ব্যাঙকে লাফাতে দেখে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন৷ ব্যাঙটি কী ভাবে শ্বাস নিচ্ছে? জীববিদ্যার অধ্যাপকদের মতে ব্যাঙরা মাথা কাটার পরেও নিঃশ্বাস নিতে পারে এটা কোনও ভৌতিক ব্যাপার নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ারের পরেই এতটা ভয়ানক হওয়া সত্ত্বেও আজব (Bizarre) হওয়ার জন্য তা ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায়৷ মানুষরা এই ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন৷ বিশেষজ্ঞদের মতে মস্তিষ্ক দেহের খুব গুরুত্বপূর্ণ অংশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bizarre: কেটে নেওয়া হয়েছে মুণ্ডু, তারপরেও লাফিয়ে চলেছে Frog, শিউরে ওঠার মতো ভিডিও Viral
Open in App
হোম
খবর
ফটো
লোকাল