কেনিয়ার ‘ওল পেজেটা’ সংরক্ষিত এলাকার তরফে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানা্নো হয়েছে ৷ সুদানের বয়স হয়েছিল ৪৫ বছর ৷ দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতার কারণে ভুগছিল সে ৷ তাঁর অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল ৷ সুদানের মাংসপেশি এবং হাড়ে পচন ধরে গিয়েছিল ৷ শেষ পর্যন্ত তাকে ইয়ুথনেশিয়ার মাধ্যমে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷ প্রায় দু’মাস ধরে চলাফেরার শক্তিও হারিয়ে ফেলেছিল সুদান ৷
advertisement
কেনিয়ার ‘ওল পেজেটা’য় আসার আগে চেক প্রজাতন্ত্রের ‘দেভের
ক্রালোভ’ চিড়িয়াখানায় থাকত সে ৷ সঙ্গিনীদের সঙ্গে থাকার জন্য ‘ওল
পেজেটা’য় নিয়ে আসা হয় সুদানকে ৷ নাজিন (২৭) এবং ফাতু (১৭) নামের নর্দান হোয়াইট গন্ডারের শেষ দু’টি মহিলা রয়েছে এখানে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2018 3:44 PM IST