কিন্তু যে বিয়ে এত ‘পিকচার পারফেক্ট’, গোলমাল বাঁধল সেখানেও ৷ ছোটখাট হলেও অদ্ভুত এই ঘটনাগুলো কিন্তু নজর এড়াল না ফোটো শিকারীদের ৷ কী সেই পাঁচ ঘটনা ৷ চলুন দেখে নেওয়া যাক ৷
আরও পড়ুন: নেই, তবু হ্যারির বিয়ে জুড়ে রয়েছেন মা ডায়না
• ল্যাজে গোবরে রাজকুমার-
প্রথা মতো বিয়ের পর নববধূর মুখের ভেইল বা ওড়না সরিয়ে দেন স্বামী ৷ কিন্তু এই কাজ করতে গিয়ে একটু নাস্তানাবুদ হতে হয় রাজপুত্রকে ৷ ওড়না সরানোর সময় হ্যারির মুখটার দিকে খেয়াল করুন ৷ বুঝতে পারবেন ৷
advertisement
• প্রিন্স চার্লস ঘুমন্ত !
এদিকে চলছে রাজকীয় বিয়ে, অন্যদিকে প্রিন্সের দিকে ক্যামেরা তাক হতেই লজ্জার এক শেষ ৷ ছোট ছেলের বিয়ে চলছে, আর বাবা ঘুমচ্ছেন ? খুবই খাটাখাটনি গিয়েছে মনে হয় ৷ বিয়ের জোগাড় বলে কথা ৷
• উত্তেজিত-
দুধ সাদা বিয়ের গাউনে মোহময়ী মেগান ৷ হেঁটে আসছেন বিয়ের আইল ধরে ৷ তাই দেখে হঠাৎ কেন এত খুশি হয়ে পড়ল এই পেজ বয় ? হ্যারি-মেগানের এই বিয়ে নিয়ে উৎসাহের পারদ চড়েছে বিশ্ব জুড়ে ৷ কিন্তু প্রকৃত অর্থেই সেই উত্তেজনা দেখাল পেজ বয় মাস্টার মালরোনি ৷ মেগানের ঘনিষ্ট বন্ধু বেন ও জেসিকা মালরোনির যমজ দুই পুত্র রাজবধূর পেজ বয় হয়েছিল ৷
• খুশিতে নাচ জুড়ল ঘোড়াও-
এমনটা সত্যিই দেখা যায় না ৷ রয়্যাল বিয়েতে শেষে কী না এত আনন্দ পেল ঘোড়াও ? দেখুন কী ভাবে নাচ জুড়েছে সে ৷
• সো কিউট-
অবশ্যই এদিনের মধ্যমণি ছিলেন হ্যারি আর মেগান ৷ কিন্তু তারপরেও বেশ খানিকটা লাইম লাইট কেড়ে নিল প্রিন্সেস শার্লট ৷ তাঁর নিষ্পাপ অভিব্যক্তি ধরা পড়ল ক্যামেরায় ৷