১৯১২ সালের ১৪ এপ্রিল, পৃথিবীর ইতিহাসে এক কালো দিন ! দুর্ঘটনার কবলে পরে ডুবে যায় টাইটানিক। মারা যান অসংখ্য যাত্রী! এই ঘটনা সবারই জানা। কিন্তু অজানা ছিল এডওয়ার্ড জন স্মিথ নামে টাইটানিক-এর এক নাবিকের কথা। এখন অবশ্য তাঁর কথা ইন্টারনেটে ভাইরাল। কারণ ?
নিলামে উঠতে চলেছে তাঁর ব্যবহৃত একটি আয়না।
advertisement
কিন্তু হঠাৎ নিলামে কেন ? কেনই বা তার এত বিপুল দর ? কারণ শুনলে চমকে উঠবেন! এটি নাকি ভুতূড়ে আয়না! অন্তত এমনটাই দাবি আয়নার ব্যবহারকারীদের! তাঁদের বক্তব্য, মাঝেমধ্যেই নাকি আয়নায় ভেসে ওঠে এডওয়ার্ড জন স্মিথ-এর মুখ।
নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় নয় লক্ষ কুড়ি হাজার টাকা। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিলাম হবে আয়নাটি।
আরও পড়ুন-গোপনাঙ্গে যন্ত্র, ইলেকট্রিক শক, অজানা পিল সেবন - নির্মম অত্যাচারের বর্ণনা দিলেন মহিলা