রুশ আক্রমণ থেকে সন্তানকে বাঁচাতে তাকে একাই রওনা করিয়ে দিয়েছিলেন হ্যাসানের মা ইউলিয়া পিসেটসকায়া৷ ইউলিয়া নিজে যেতে পারেননি৷ কারণ অসুস্থ মায়ের দেখভালের জন্য তাঁকে থেকে যেতে হয়েছিল ইউক্রেনেই৷ তাই হ্যাসান একাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেছিল পড়শি দেশ স্লোভাকিয়ায়৷ সম্বল বলতে ছিল প্লাস্টিকের ব্যাগ, পাসপোর্ট এবং হাতে লিখে দেওয়া আত্মীয়ের ফোন নম্বর৷ পরে স্লোভানিয়ায় ওই আত্মীয়ের বাড়িতেও পৌঁছ যায় হ্যাসান৷ অবশেষে বিচ্ছেদের পর আবার মায়ের সঙ্গে দেখা হল হ্যাসানের৷ বড় দাদা দিদি, মা এবং দিদিমার সঙ্গে আবার পুরনো পরিবারে একত্রিত হতে পেরেছে পিতৃহীন হ্যাসান৷ সঙ্গে রয়েছে তাদের আদরের পোষ্যও৷ তবে ইউক্রেনে নয়৷ আপাতত তাদের পরিবার আছে স্লোভাকিয়াতেই৷
advertisement
আরও পড়ুন : চৈত্রের তপ্ত দুপুরে খান কাঁচা আম, সুস্থ থাকুন বছরভর
হ্যাসানের মা ইউলিয়া জানিয়েছেন তাঁদের সর্বস্ব হারিয়ে গিয়েছে যুদ্ধে৷ আবার শুরু করতে হবে শূন্য থেকে৷ তবে তাঁরা যে সুস্থ আছেন, সেটাই বড় পাওয়া বলে মনে করছেন ইউলি্য়া৷ অবশ্য এবারই প্রথম নয়৷ কিছু বছর আগে সন্তানদের নিয়ে সিরিয়া ছেড়ে পালিয়ে এসেছিলেন তিনি৷ স্বামীকে ছেড়ে আসতে হয়েছিল সিরিয়াতেই৷
আরও পড়ুন : যৌন সম্পর্কে অনীহা? যৌন ক্ষমতা বৃদ্ধি করতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
মাকে নিজের কাছে ফিরে পেয়ে আপাতত খুদে হ্যাসনও ভবিষ্যৎ নিয়ে ভাবছে না৷ সে শুধু নিরাপদে পরিবারের বাকিদের সঙ্গে নিশ্চিন্তে দিন কাটাতে চায়৷