ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইবতিসাম ইলাহী জহির গত দুদিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকাগুলো সফর করেছে। স্থানীয় কিছু জঙ্গি গোষ্ঠীর সদস্যরা তাকে সংবর্ধনা দিয়েছে বলেও জানা যাচ্ছে। সফর চলাকালীন সে উসকানিমূলক বক্তব্যও দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জহির আগামী তিন থেকে চার দিনের মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করেছে। তার এই সফরকে ঘিরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর এটি ইবতিসাম ইলাহী জহিরের সে দেশে দ্বিতীয় সফর। চলতি বছরের ফেব্রুয়ারিতেও সে বাংলাদেশ সফর করেছিলেন।
advertisement
আরও পড়ুন- জাপানকেও টেক্কা, কত গতিতে ছুটল চিনের নতুন হাই স্পিড ট্রেন? শুনলে চমকে যাবেন
পাকিস্তানভিত্তিক উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তির এই সফরকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত অঞ্চলে তার উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। ভারতের সীমান্তবর্তী এলাকায়, বিশেষত উত্তর-পূর্ব সীমান্ত বরাবর ইবতিসাম ইলাহী জহিরের সফর নয়াদিল্লিতে উদ্বেগের সৃষ্টি করেছে। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করছেন অনেকে।
