অনুষ্ঠান চলার সময় চিমা গভর্নর হাউস দখল করা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। “মুখ্যমন্ত্রীর এক ভুয়ো শপথ গ্রহণে নাটক অসাংবিধানিক পদ্ধতিতে সম্পাদিত হয়েছে এবং প্রধান বিচারপতির এইর বিষয়টি দেখা উচিত,” বলেন চিমা। তিনি আরও জানান, এই বিষয়ে রাষ্ট্রপতি আরিফ আলভিকেও চিঠি দেবেন তিনি।
আরও পড়ুন- আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে: প্রধান বিচারপতিদের জানালেন নরেন্দ্র মোদি
advertisement
শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই, পঞ্জাবের মুখ্য সচিব জানান হামজা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার, লাহোর হাইকোর্ট ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকারকে হামজাকে শপথবাক্য পাঠ করাতে নির্দেশ দেয়। এর আগে, আদালত গভর্নর চিমাকে শপথ পাঠ করানোর নির্দেশ দিয়েছিল কিন্তু তিনি হামজার নির্বাচনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন।
হামজাকে ১৬ এপ্রিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়েছিল একটি বিধানসভা অধিবেশন চলাকালীন হিংসার ঘটনায় যেখানে স্পিকার পারভেজ এলাহি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আসিয়া আমজাদ আহত হন। হামজার বাবা এবং প্রধানমন্ত্রী শেহবাজ তিনবার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইমরান খানের সরকারের আমলে অর্থ তছরুপ এবং আয়ের অতিরিক্ত অর্থ থাকার মামলায় ২০ মাস জেল খেটেছেন। এই প্রথম পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন হামজা।
আরও পড়ুন- নিজের প্রস্রাব খেয়েই কমেছে 'ডিপ্রেশন', কমেছে বয়সও! আজব দাবি যুবকের
তাঁর বিরুদ্ধে ১৪ বিলিয়ন টাকার আরেকটি আর্থিক দুর্নীতির মামলাও রয়েছে। এই মামলায় তিনি ১৪ মে পর্যন্ত গ্রেফতার-পূর্ব জামিনে রয়েছেন, জানিয়েছেন ক্ষমতাসীন পিএমএল-এনের এক বরিষ্ঠ নেতা।