এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ১২৮ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২১ লক্ষ ৮৯ হাজার ১২৩ । আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৭৮ হাজার ১৪২ জন, মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৭৪৮ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৫ লক্ষ ৬০ হাজার ৩২১ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৫০ জনের। মৃত্যুর নিরিখে খারাপ পরিস্থিতি ব্রিটেনেও। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাপিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪২,৩৭৩ জনের। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে ভারত। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬। মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৭ জনের।
advertisement
স্পেনে ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৭,১৩৬ জনের। আক্রান্তের নিরিখে ইতালিকে ছাড়িয়ে গিয়েছে পেরু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ, ৪০ হাজার, ৯০৮ জন। পেরুতে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৫৭ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫১৪ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজারের বেশি। চিলিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ১০৩ জন, মৃতের সংখ্যা ৩,৮৪১ জন। সেই সঙ্গে আক্রান্তের নিরিখে ফ্রান্স আর জার্মানিকে ছাড়িয়ে গিয়েছে চিলি। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৫ জাহার ২৭২ জন আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬০৬ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৮৭৫ জনের।