এরই মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তানের প্রাক্তন মহিলা বিচারক নাজলা আয়ুবির বক্তব্যে। তিনি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভয়াবহ কথা জানিয়েছেন। তালিবানরা ক্ষমতায় আসার পর বলেছিল মহিলাদের তারা সম্মানের চোখে দেখবে। স্বাধীনতা দেবে। কিন্তু মাত্র কয়েকদিনের চিত্র একেবারে অন্য কথা বলছে।
নাজলার সঙ্গে কিছু আফগানিস্তানি মহিলার কথা হয়েছে। সেই মহিলারা যা জানিয়েছেন তা রীতিমতো ভয় ধরাবে। তাদের কথায়, তালিবানরা নিজেদের খাবার তৈরির জন্য আফগান মহিলাদের বলছেন। সেই মতো বাধ্য হয়েই খাবার বানিয়ে দিতে হচ্ছে কাবুলের কিছু মহিলাকে। কিন্তু খাবার পছন্দ না হয় এক মহিলাকে আগুনে ছুড়ে ফেলে দিয়েছে তালিবানরা। শুধু তাই নয়, কাবুলের বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে নাবালিকা কন্যা খুঁজছে। যাদের বাড়িতে নাবালিকা রয়েছে তাদের সঙ্গে তালিবান সেনাদের বিয়ে দিতে বলছে। না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে গোটা পরিবারকে। এখানেই থেমে নেই, এক মহিলা নাজলাকে জানিয়েছেন, কফিনে করে নাবালিকা কন্যাদের অন্য জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে যৌনদাসি বানানোর জন্য। মাত্র চার পাঁচ দিনেই তলে তলে এই সব শুরু করে দিয়েছে তালিবানরা। যা ভয় ধরাচ্ছে। নাজলা বলছেন, তিনিও আতঙ্কে রয়েছেন। কিভাবে এর থেকে মুক্তি মিলবে কিছু জানা নেই।
advertisement