TRENDING:

সরোবরের জলে ধরা পড়ল রাক্ষুসে গোল্ড ফিশ! পুরনো রেকর্ড ভেঙে চুরমার ‘গাজরের’ কাছে

Last Updated:

Huge Gold Fish: আমেরিকার স্বর্ণমৎস্যের রেকর্ড ভেঙে চুরমার ব্রিটিশ মাছশিকারির হাতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যাকোয়ারিয়ামে ছোট্ট চেহারাতেই তাকে দেখতে অভ্যস্ত আমরা৷ সেই একরত্তি গোল্ড ফিশ কিনা ধরা দিল রাক্ষুসে চেহারায়৷ এক ব্রিটিশ মাছশিকারির জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের গোল্ডফিশ! উজ্জ্বল কমলা রঙের রাক্ষুসে সেই মাছকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
ব্রিটিশ মাছশিকারির জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের গোল্ডফিশ
ব্রিটিশ মাছশিকারির জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের গোল্ডফিশ
advertisement

তার নাম দেওয়া হয়েছে ‘দ্য ক্যারট’৷ এর ওজন ৩০ কেজি ৫০০ গ্রাম৷ এর আগে রাক্ষুসে যে গোল্ডফিশ ধরা পড়েছিল তার ওজন ছিল ১৩ কেজি ৬০০ গ্রাম৷ ধরা পড়েছিল ২০১৯ সালে আমেরিকার মিনেসোটায়, জেসন ফুগেটের হাতে৷ ফলে আমেরিকার স্বর্ণমৎস্যের রেকর্ড ভেঙে চুরমার ব্রিটিশ মাছশিকারির হাতে৷

ব্রিটিশ নাগরিক ৪২ বছর বয়সি অ্যান্ডি হ্যাকেট অবশ্য বৃহদাকার এই গোল্ডফিশ শিকার করেছেন ফ্রান্সের শ্যাম্পেইন শহরে৷ কার্প জাতীয় মাছের জন্য এই এলাকার নীল জলের হ্রদ বিখ্যাত৷ সেখানেই এই বিশাল চেহারার গোল্ড ফিশ ধরেছেন অ্যান্ডি৷ তিনি জানতেন ওই হ্রদে লুকিয়ে আছে এই গোল্ড ফিশ৷ কিন্তু ভাবতেও পারেননি তাঁরই বড়শিতে গাঁথবে সেই মৎস্য৷ প্রায় আধঘণ্টা সময়ে লেগেছে মাছটিকে খেলিয়ে তুলতে৷ হ্রদের মধ্যে ৩০ থেকে ৪০ গজ এলাকা জুড়ে দাপাদাপি করে মাছটি৷ তার পর ধরা পড়ে৷ অ্যান্ডি জানিয়েছেন তিনি এই মৎস্যশিকারে রোমাঞ্চিত৷

advertisement

আরও পড়ুন :

সামাজিক মাধ্যমের নানা পেজে শেয়ার করা হয়েছে ক্যারটের কথা৷ গাজরের রূপ ও চেহারায় মুগ্ধ নেটিজেনরা এবং একই সঙ্গে চমৎকৃত৷ জানা গিয়েছে গোল্ড ফিশটির বয়স ২০ বছর৷ ১৫ বছর আগে তাকে ছাড়া হয়েছিল ব্লু ওয়াটার লেকের জলে৷ তখন থেকেই মনে করা হয়েছিল মাছশিকারিদের কাছে বিশেষ আকর্ষণীয় হতে চলেছে সে৷ অবশেষে তাকে ধরার সৌভাগ্য হল কোনও শৌখিন মাছশিকারির৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অ্যান্ডি কিন্তু ক্যারটকে কিছু ক্ষণ পর আবার ব্লু ওয়াটার লেকের জলেই ছেড়ে দিয়েছেন৷ তাকে হাতে নিয়ে ছবি তুলে নেওয়ার পরই৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সরোবরের জলে ধরা পড়ল রাক্ষুসে গোল্ড ফিশ! পুরনো রেকর্ড ভেঙে চুরমার ‘গাজরের’ কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল