TRENDING:

সরোবরের জলে ধরা পড়ল রাক্ষুসে গোল্ড ফিশ! পুরনো রেকর্ড ভেঙে চুরমার ‘গাজরের’ কাছে

Last Updated:

Huge Gold Fish: আমেরিকার স্বর্ণমৎস্যের রেকর্ড ভেঙে চুরমার ব্রিটিশ মাছশিকারির হাতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যাকোয়ারিয়ামে ছোট্ট চেহারাতেই তাকে দেখতে অভ্যস্ত আমরা৷ সেই একরত্তি গোল্ড ফিশ কিনা ধরা দিল রাক্ষুসে চেহারায়৷ এক ব্রিটিশ মাছশিকারির জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের গোল্ডফিশ! উজ্জ্বল কমলা রঙের রাক্ষুসে সেই মাছকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
ব্রিটিশ মাছশিকারির জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের গোল্ডফিশ
ব্রিটিশ মাছশিকারির জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের গোল্ডফিশ
advertisement

তার নাম দেওয়া হয়েছে ‘দ্য ক্যারট’৷ এর ওজন ৩০ কেজি ৫০০ গ্রাম৷ এর আগে রাক্ষুসে যে গোল্ডফিশ ধরা পড়েছিল তার ওজন ছিল ১৩ কেজি ৬০০ গ্রাম৷ ধরা পড়েছিল ২০১৯ সালে আমেরিকার মিনেসোটায়, জেসন ফুগেটের হাতে৷ ফলে আমেরিকার স্বর্ণমৎস্যের রেকর্ড ভেঙে চুরমার ব্রিটিশ মাছশিকারির হাতে৷

ব্রিটিশ নাগরিক ৪২ বছর বয়সি অ্যান্ডি হ্যাকেট অবশ্য বৃহদাকার এই গোল্ডফিশ শিকার করেছেন ফ্রান্সের শ্যাম্পেইন শহরে৷ কার্প জাতীয় মাছের জন্য এই এলাকার নীল জলের হ্রদ বিখ্যাত৷ সেখানেই এই বিশাল চেহারার গোল্ড ফিশ ধরেছেন অ্যান্ডি৷ তিনি জানতেন ওই হ্রদে লুকিয়ে আছে এই গোল্ড ফিশ৷ কিন্তু ভাবতেও পারেননি তাঁরই বড়শিতে গাঁথবে সেই মৎস্য৷ প্রায় আধঘণ্টা সময়ে লেগেছে মাছটিকে খেলিয়ে তুলতে৷ হ্রদের মধ্যে ৩০ থেকে ৪০ গজ এলাকা জুড়ে দাপাদাপি করে মাছটি৷ তার পর ধরা পড়ে৷ অ্যান্ডি জানিয়েছেন তিনি এই মৎস্যশিকারে রোমাঞ্চিত৷

advertisement

আরও পড়ুন :

সামাজিক মাধ্যমের নানা পেজে শেয়ার করা হয়েছে ক্যারটের কথা৷ গাজরের রূপ ও চেহারায় মুগ্ধ নেটিজেনরা এবং একই সঙ্গে চমৎকৃত৷ জানা গিয়েছে গোল্ড ফিশটির বয়স ২০ বছর৷ ১৫ বছর আগে তাকে ছাড়া হয়েছিল ব্লু ওয়াটার লেকের জলে৷ তখন থেকেই মনে করা হয়েছিল মাছশিকারিদের কাছে বিশেষ আকর্ষণীয় হতে চলেছে সে৷ অবশেষে তাকে ধরার সৌভাগ্য হল কোনও শৌখিন মাছশিকারির৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অ্যান্ডি কিন্তু ক্যারটকে কিছু ক্ষণ পর আবার ব্লু ওয়াটার লেকের জলেই ছেড়ে দিয়েছেন৷ তাকে হাতে নিয়ে ছবি তুলে নেওয়ার পরই৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
সরোবরের জলে ধরা পড়ল রাক্ষুসে গোল্ড ফিশ! পুরনো রেকর্ড ভেঙে চুরমার ‘গাজরের’ কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল