শুক্রবার সন্ধ্যার হিসাব অনুসারে, এখনও বাইডেনের হাতে রয়েছে ২৬৪ টি ইলেক্টরাল ভোট। ট্রাম্প সেখানে অনেকটা পিছিয়ে আটকে ২১৩–তে। আর মাত্র ছ’টি ইলেক্টরাল ভোট পেলেই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া কার্যত নিশ্চিত করে ফেলবেন বাইডেন। সেখানে জর্জিয়ায় রয়েছে ১৬টি ইলেক্টরাল ভোট। জর্জিয়া জিতলে বাইডেনের সামগ্রিক জয় নিশ্চিত।
জর্জিয়া দীর্ঘকাল ধরে রিপাবলিকানদের ঘাঁটি। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের পর থেকে এই প্রদেশের মানুষ কখনই ডেমোক্র্যাটদের ভোট দেননি। ২০১৬ সালে ট্রাম্প এই প্রদেশে হিলারি ক্লিন্টনকে ৫ শতাংশ ভোটে পরাস্ত করেন। কিন্তু দলের রাশ আলগা হয়েছে ক্রমশ। বৃদ্ধ, পুরনো রিপাবলিকান ভোটারদের মৃত্যু নতুন ভোটারদের জায়গা করে দিয়েছে। আর তাঁরা নতুন করে রিপাবলিকানদের ভোট দিচ্ছেন। সেই কারণেই গত নির্বাচনে ঘুরে গিয়েছিল কব ও গিউনেট কাউন্টি। এবারে আরও ঘুরে গেল প্রদেশের মানচিত্র।
advertisement