TRENDING:

নজরে জর্জিয়া!‌ ১৯৯২ সালের পর প্রথম প্রদেশ হাতছাড়া হতে পারে রিপাবলিকানদের

Last Updated:

জর্জিয়া দীর্ঘকাল ধরে রিপাবলিকানদের ঘাঁটি। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের পর থেকে এই প্রদেশের মানুষ কখনই ডেমোক্র‌্যাটদের ভোট দেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মার্কিন নির্বাচনের ফটো ফিনিশ বলা যেতে পারে। তিনদিন ধরে চলছে ব্যালট গোনা। আর সেখানেই শেষ পর্যন্ত কিস্তিমাত করতে চলেছেন ডেমোক্র‌্যাট প্রার্থী জো বাইডেন। হাতছাড়া হওয়ার মুখে দীর্ঘকাল রিপাবলিকানদের হাতে থাকা প্রদেশ জর্জিয়া, পেনসিলভেনিয়াও। একদিকে পেনসিলভেনিয়া যেমন ট্রাম্পের ঘরের প্রদেশ, অন্যদিকে জর্জিয়ারও একটি ইতিহাস রয়েছে। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের নির্বাচন জেতার পর ওই প্রদেশ আর কোনওদিনই রিপাবলিকানদের হাতছাড়া হয়নি। এবারে যা হল, তাতে লজ্জাজনক এক পরিণতি হল ডোনাল্ড ট্রাম্পের, সেটা বলাই চলে। শুক্রবার বিকেলে পাওয়া খবর অনুসারে ট্রাম্পকে পিছনে ফেলে বাইডেন ওই প্রদেশে এগিয়ে গিয়েছে ৯১৭ ভোটে। লিড সামান্য হলেও ভোট গণনা প্রায় শেষ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার বাইডেনের ভোট বাড়বে, কমবে না। ফলে এই প্রদেশও হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা।
advertisement

শুক্রবার সন্ধ্যার হিসাব অনুসারে, এখনও বাইডেনের হাতে রয়েছে ২৬৪ টি ইলেক্টরাল ভোট। ট্রাম্প সেখানে অনেকটা পিছিয়ে আটকে ২১৩–তে। আর মাত্র ছ’‌টি ইলেক্টরাল ভোট পেলেই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া কার্যত নিশ্চিত করে ফেলবেন বাইডেন। সেখানে জর্জিয়ায় রয়েছে ১৬টি ইলেক্টরাল ভোট। জর্জিয়া জিতলে বাইডেনের সামগ্রিক জয় নিশ্চিত।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

জর্জিয়া দীর্ঘকাল ধরে রিপাবলিকানদের ঘাঁটি। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের পর থেকে এই প্রদেশের মানুষ কখনই ডেমোক্র‌্যাটদের ভোট দেননি। ২০১৬ সালে ট্রাম্প এই প্রদেশে হিলারি ক্লিন্টনকে ৫ শতাংশ ভোটে পরাস্ত করেন। কিন্তু দলের রাশ আলগা হয়েছে ক্রমশ। বৃদ্ধ, পুরনো রিপাবলিকান ভোটারদের মৃত্যু নতুন ভোটারদের জায়গা করে দিয়েছে। আর তাঁরা নতুন করে রিপাবলিকানদের ভোট দিচ্ছেন। সেই কারণেই গত নির্বাচনে ঘুরে গিয়েছিল কব ও গিউনেট কাউন্টি। এবারে আরও ঘুরে গেল প্রদেশের মানচিত্র।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
নজরে জর্জিয়া!‌ ১৯৯২ সালের পর প্রথম প্রদেশ হাতছাড়া হতে পারে রিপাবলিকানদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল