উত্তর উপনিবেশ মতবাদ, সাহিত্যের বিস্তৃত শাখায় অধ্যাপক গায়ত্রীর গভীর কাজ বিশ্বনন্দিত। শক্তি এবং প্রান্তিকজনের কণ্ঠস্বর নিয়ে তাঁর লেখা “Can the Subaltern Speak?” গবেষণার জগতে মাইলফলক হয়ে আছে। প্রচলিত মতবাদকে নতুন আকার দিয়েছে তাঁর গবেষণা। বিশিষ্ট ফরাসি দার্শনিক জাক দেরিদা-র ‘অফ গ্রামাটোলজি’ গায়ত্রীর অনুবাদে পাথেয় হয়ে রয়েছে অগণিত দর্শন-গবেষকের কাছে। বিস্তৃত বিষয়ে বিদগ্ধ গায়ত্রীর পাণ্ডিত্যের প্রশংসা করেছে হলবার্গ কমিটি। সাহিত্য সমালোচনা থেকে শুরু করে রাজনৈতিক চিন্তাভাবনা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করেছে তাঁর গবেষণা। তাঁকে সমসাময়িক মানবিক ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করে তুলেছে।
advertisement
শিক্ষকতার বাইরেও, স্পিভাক একজন সক্রিয় প্রশিক্ষক। সেন্ট জনস ডায়োসেশনস স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনী বরাবর সোচ্চার ভারতের গ্রামীণ শিক্ষার পক্ষে। অভিজাত প্রতিষ্ঠান এবং তৃণমূল স্তরের শিক্ষার মধ্যে ব্যবধান পূরণের জন্য কাজ করছেন গভীর নিষ্ঠায়। ২০০৩ সালে হলবার্গ পুরস্কার প্রদান শুরু হয় সেইসব পণ্ডিতদের সম্মান জানাতে, যাঁরা সংশ্লিষ্ট বিষয়ে স্ব স্ব ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রেখেছেন। পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে জুডিথ বাটলার, ক্যাস সানস্টেইন এবং ওনোরা ও’নিলের মতো চিন্তাবিদরাও রয়েছেন। বর্তমানে মার্কিন নাগরিক বিদূষী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের মুকুটে এই সম্মান-পালক সংযোজন বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উত্তর-ঔপনিবেশিক গবেষণার ক্রমবর্ধমান স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে বলে ধারণা ওয়াকিবহাল মহলে।
আরও পড়ুন : ঘরে ফেরার আনন্দে উচ্ছ্বসিত সুনীতা, বুচ উইলমোররা ! তাঁদের মহাকাশযান কখন ফ্লরিডা উপকূলে নামছে, সময় জানাল নাসা
পাঁচ দশকেরও বেশি সময় ধরে তুলনামূলক সাহিত্য, প্রান্তিকজনের ইতিহাস, নারীবাদ, সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব ও দর্শন নিয়ে গবেষণা এবং অধ্যাপনার স্বীকৃতি হিসেবে হলবার্গ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রীর দীর্ঘ কেরিয়ারের অসংখ্য স্বীকৃতি ও সম্মানের তালিকায় হতে চলেছে আরও এক সংযোজন।
