TRENDING:

France Riots: ফ্রান্সে চরম বিক্ষোভ চলছেই, নাহেলের ঠাকুমা শান্তির আবেদন করে বললেন ‘এই’ কথা

Last Updated:

France Riots: ২০১৭ সালে ক্ষমতায় আসার পর এটা রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির হয়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ফ্রান্সে ১৭ বছর বয়সী নাহেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে সেখানে টানা পঞ্চম দিন প্রবল বিক্ষোভ জারি  রয়েছে। নাহেলের মৃত্যুর পর একাধিক শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্যারিসের শহরতলিতে মেয়রের বাড়িতে জ্বলন্ত গাড়ি দিয়ে হামলা চালানো হয়। তবে এভাবে ফ্রান্সকে জ্বলতে দেখে শান্তির আহ্বান করেছেন৷  ‘‘থামো, দাঙ্গা কর না..৷’’- ফরাসি কিশোরের ঠাকুমা রবিবার হিংসাত্মক সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রিত করার কথা বলেছেন৷
এখনও ফ্রান্স জ্বলছে
এখনও ফ্রান্স জ্বলছে
advertisement

নাহেল এম-এর ঠাকুমা নাদিয়া বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখতে এবং হিংসা বন্ধ করতে আবেদন জানিয়েছেন। ফ্রান্সের বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর দাবি নাহেলের মৃত্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘‘নাহেলের অজুহাতে তারা হিংসা করছে। নাহেল মারা গেছে। সে আর পৃথিবীতে নেই।’’

আরও পড়ুন –  Weather Alert: বঙ্গোপসাগরে তৈরি একটা নয় দুটো সাইক্লোনিক সার্কুলেশন, আবহাওয়ার বড়সড় আপডেট

advertisement

আন্দোলনকারীদের উদ্দেশ্যে হিংসা বন্ধের আবেদন জানিয়ে তিনি বলেন, ‘‘থামুন! দাঙ্গা করবেন না। আমি চাই না ওরা দোকানপাট ভাঙচুর করুক। স্কুল ভাঙবেন না, বাস নষ্ট করবেন না, আমার মতো মা-ঠাকুমারা বাসে যাতায়াত করেন।’’

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার পাঁচ দিনের হিংসাত্মক বিক্ষোভের থামাতে বদ্ধপরিকর৷ রাস্তা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসনের বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে৷

advertisement

যখন থেকে ১৭ বছর বয়সী নাহেল এম মঙ্গলবার প্যারিসের শহরতলির নান্তেরে ট্রাফিক চেকের সময় একজন অফিসারের গুলিতে নিহত হয়েছেন। আলজেরিয়ান বংশোদ্ভূত নাহেল এম হত্যাকাণ্ড ফরাসি পুলিশের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বর্ণবিদ্বেষের পুরনো অভিযোগ পুনরুজ্জীবিত হয়েছে। সংগঠনগুলো বলছে  সবসময়েই সংখ্যালঘুদের টার্গেট করা হয়।

দাঙ্গা আটকানো  ম্যাক্রোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৭ সালে ক্ষমতায় আসার পর এটা রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির হয়ে উঠেছে। চ্যালেঞ্জ মোকাবিলায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত দুই রাত ধরে সারাদেশে ৪৫,০০০ পুলিশ ও জেনারেলের পাশাপাশি হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়ি মোতায়েন হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
France Riots: ফ্রান্সে চরম বিক্ষোভ চলছেই, নাহেলের ঠাকুমা শান্তির আবেদন করে বললেন ‘এই’ কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল