Weather Alert: বঙ্গোপসাগরে তৈরি একটা নয় দুটো সাইক্লোনিক সার্কুলেশন, আবহাওয়ার বড়সড় আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Alert: একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্য বঙ্গোপসাগরে মধ্য লেভেলে, আর উত্তর আন্দামান সাগরেও রয়েছে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন৷
আস্তে আস্তে ফের বৃদ্ধি পাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা৷ গত সপ্তাহে যেভাবে ফাটিয়ে বৃষ্টিতে ভিজছিল, হঠাৎই তার পরিমাণ কমে যেতেই তাপমাত্রা ফের একবার বাড়ছে৷ পাশাপাশি রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও৷ কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে, এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের একেবারে উত্তরের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দু'দিন ধরে।Photo- Representative
advertisement
advertisement
দুই- এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কিছুটা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া । বীরভূম এবং মুর্শিদাবাদের আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী ৪-৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। Photo- Representative
advertisement
advertisement
তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এই জেলাগুলোর তাপমাত্রা। দক্ষিণবঙ্গে একই রকম ভাবে অস্বস্তিকর গরম বজায় থাকবে। আকাশ মেঘলা থাকার কারণে গুমোট গরম অনুভূত হবে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলিতে। Photo- Representative
advertisement