নির্বাচনী প্রচারে শুক্রবার বক্তৃতা করছিলেন শিনজো আবে। সেই বক্তৃতা চলাকালীনই আচমকাই গুলি চলার ঘটনাটি ঘটে ৷ মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ চমকে ওঠেন প্রত্যেকেই ৷ এর পরেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর থেকে লড়াই আর দুশ্চিন্তার প্রহর গোনা কেবল। শেষমেশ সেই আশঙ্কা সত্যি করে প্রয়াত হলেন আবে।
advertisement
আরও পড়ুন: শিনজো আবেকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী
সংবাদ সংস্থা সূত্রে খবর, টেটসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের বছর চল্লিশের এক ব্যক্তি শিনজোকে গুলি করেন। তদন্তকারীদের অভিযুক্ত জানিয়েছেন, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সেই কারণেই তাঁকে হত্যার ছক কষেছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী।
আরও পড়ুন: অন্তর্বতী জামিন শেষ, জেলে ফেরার আগেই মারাত্মক ঘটনা ছত্রধরের সঙ্গে! ভর্তি হাসপাতালে
জাপানে তখন বেলা ১১টা। জাপানের নারা শহরেই এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালান ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সঙ্গে সঙ্গেই আততায়ীকে পাকড়াও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত গোটা পৃথিবীকে স্তম্ভিত করে মৃত্যু হল আবের।