সূত্রের খবর, থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট ২২১৬ বিমানটি। হঠাৎ রানওয়েতেই নিয়ন্ত্রণ হারায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি দ্রুতগতিতে রানওয়ে স্পর্শ করার পরেই দিক বদলে সরে যেতে থাকে। তারপরেই প্রবল আগুন, কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল কাজ করছে।
advertisement
আরও পড়ুন: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২
বড়দিনের দিনেই বড়সড় দুর্ঘটনা হয় কাজাখস্তানে। সেখানেও ভেঙে পড়েছিল যাত্রিবাহী বিমান।বিমানে ৬৭টি জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই আরও এক ভয়াবহ দুর্ঘটনা।