আরও পড়ুন: সাধের গাড়ির লোনে ট্যাক্স ছাড় পাওয়ার এই উপায়গুলি জানেন তো?
টরেন্টোতে আহত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আহতদের সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছে ভারতীয় দূতাবাস। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন হরপ্রীত সিং, জসপিন্দর সিং, করণপাল সিং, মোহিত চৌহান ও পবন কুমার। তাঁদের বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে। গ্রেটার টরেন্টো এবং মন্ট্রিএল এলাকার ছাত্র ছিলেন তাঁরা। আহত আরও দুই ভারতীয় পড়ুয়া সেখানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
advertisement
আরও পড়ুন: গাড়ি উড়িয়ে ভরপুর অ্যাকশনে মাস্টার, ৪৯ বছরের জন্মদিনে রোহিত শেট্টি
শনিবার ভোরে যাত্রীবাহী ওই ভ্যানটি ৪০১ নম্বর হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় সেটিতে ধাক্কা মারে একটি ট্রাক্টর-ট্রেলার। এতেই প্রাণ হারান ভারতীয় পড়ুয়ারা। কানাডায় ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া লিখেছেন, 'কানাডায় মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার টরন্টোর কাছে একটি দুর্ঘটনায় পাঁচ জন ভারতীয় ছাত্র মারা গেছে। হাসপাতালে আরও দু'জন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।'
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সমবেদনা জানিয়ে ট্যুইটে লিখেছেন, 'কানাডায় পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।'