প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি অনুষ্ঠানে নাচছিলেন ওই এফবিআই এজেন্ট। ঘটনার সময় যদিও তিনি কর্তব্যরত ছিলেন না। তবে ওই এজেন্টের সঙ্গেই ছিল তাঁর সার্ভিস রিভলবারটি। নাচার সময় তাঁর পকেট থেকে রিভলবারটি মাটিতে পড়ে যায়। সেই সময়েই চলে গুলি। সেই গুলি গিয়ে লাগে পাশের এক ব্যক্তির পায়ে।
advertisement
সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর হলেও, প্রাণহানির আশঙ্কা নেই। কেন কর্তব্যরত অবস্থায় না থাকলেও সঙ্গে রিভলবার রেখেছিলেন ওই এজেন্ট, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এই প্রশ্নও উঠছে, কেন রিভলবারের সেফটি ক্যাপ (যা দেওয়া থাকলে অসাবধনতাবশতও রিভলবার থেকে গুলি চলতে পারে না) কেন সক্রিয় করেনননি? প্রাথমিকভাবে ওই এজেন্টকে আটক করেছিল পুলিস। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিস মনে করছে এই দুর্ঘটনা অনিচ্ছাকৃত।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2018 6:01 PM IST