আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার এই কর্মকর্তা ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতির জন্য সরাসরি তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্পকে। এক সাক্ষাত্কারে জেক সুলিভান বলেন, ‘‘কয়েকদশক ধরে দ্বিদলীয় ভিত্তিতে আমেরিকা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে সম্পর্ক পোক্ত করার কাজ করে চলেছে। ভারত এমন একটি দেশ যার সঙ্গে আমাদের প্রযুক্তি, প্রতিভা, অর্থনীতি এবং চীনের কৌশলগত বৃদ্ধি মোকাবেলায় একত্রিত হওয়া উচিত।’’ এরপরেই পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের পারিবারিক ব্যবসার উল্লেখ্য করে ট্রাম্পকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জন্য দায়ী করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম
তিনি বলেন, ‘‘এখন মূলত পাকিস্তান ট্রাম্পের পরিবারের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে জড়াতে ইচ্ছুক তাই ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ককে উপেক্ষা করছেন। এটি একটি বড় কৌশলগত বিপর্যয়। কারণ একটি শক্তিশালী ভারত-মার্কিন অংশীদারিত্ব আমাদের দেশের মূল স্বার্থকে বিঘ্নিত করছে।’’ এই সম্পর্কের অবনতি যে কেবল ভারত নয়, আমেরিকার সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কও খারাপ করতে তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ‘‘বিশ্বের প্রতিটি দেশ, জার্মানি, জাপান বা কানাডা, পরিস্থিতি দেখে বলবে আগামীকাল আমাদেরও এমন হতে পারে”, জোর দিয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প।