ATC বেশ কয়েকবার পাইলটদের সঙ্গে চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। নামার বদলে যখন বিমানটি রানওয়ে দিয়ে উড়ে যায় তখন অটোপাইলট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এভিয়েশন হেরাল্ড জানায়, অ্যালার্ম বাজলে পাইলটদের ঘুম ভাঙে। এরপর দুই পাইলট প্রায় ২৫ মিনিট পরে রানওয়েতে অবতরণের জন্য বিমানটি ঘুরিয়ে আনে। তবে এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্থ হননি এবং বিমানটিও নিরাপদেই অবতরণ করেছে।
advertisement
আরও পড়ুন- ভোলেননি 'হিন্দু ঐতিহ্য'! নির্বাচনের আগে কৃষ্ণের আশীর্বাদ চাইলেন ঋষি সুনক
আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পড়াশোনাকে সবার কাছে পৌঁছনো: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
এভিয়েশন সার্ভিল্যান্স সিস্টেম ADS-B থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানিয়েছে, বিমানের গতিপথের একটি ছবি মিলেছে। ছবিতে আদিস আবাবা বিমানবন্দরের কাছে একটি লুপ দেখা গিয়েছে।
এভিয়েশন বিশ্লেষক অ্যালেক্স মাচেরাসও ট্যুইটারে এই ঘটনাটি সম্পর্কে পোস্ট করে বিষয়টিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। এর জন্য পাইলটের ক্লান্তিকেও দায়ী করেছেন তিনি। একই ধরনের ঘটনা ঘটে গত মে মাসেও। নিউ ইয়র্ক থেকে রোমের ফ্লাইটে ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট, বিমানটি তখন মাটি থেকে ৩৮,০০০ ফুট উপরে ছিল।
বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা একটি তদন্ত করে জানায়, আইটিএ এয়ারওয়েজের এয়ারবাস ৩৩০ ফ্রান্সের উপর দিয়ে উড়ে চলে যায়, তাও ঘুম ভাঙেনি দুই পাইলটের।