ট্যুইটারে মাস্ক জানিয়েছেন যে বাড়িতে এখন তিনি আছেন, তার জন্য প্রতি মাসে তাঁর খরচ হয় ৫০ হাজার ডলার। এই বন্দোবস্ত তাঁর দারুণ লাগে। ইদানীং নিজের স্থাবর সম্পত্তি প্রায় সবই ছেড়ে দিচ্ছেন মাস্ক। ক্যালিফর্নিয়ার তাঁর ৬ টা প্রাসাদোপম বাড়িও আছে সেই তালিকায়।
ধনকুবের জানিয়েছেন বর্তমানে বে এরিয়াতে একটিমাত্র বাড়িই আছে তাঁর। তাঁর কথায় ওই বা়ড়ি বিক্রি করলে খুব বড় পরিবার সেটি না কিনলে ক্রেতা উপকৃত হবেন না। ভবিষ্যতে ওই বাড়িও যে তিনি বিক্রি করার কথা ভাবছেন, সে কথাও জানাতে ভোলেননি অতীতে বিশ্বের ধনীতম ব্যক্তি।
advertisement
তিন কামরার যে ছোট্ট বাড়িতে এলন মাস্ক এখন আছেন, তাতে আছে সবরকম অত্যাধুনিক বন্দোবস্ত-সহ একটি রান্নাঘর। বড় রেফ্রিজারেটর, ডাবল সিঙ্ক, আভেন, মাইক্রোওয়েভ, ডিশওয়াশার, কেতাদুরস্ত শেকার ক্যাবিনেটে সাজানো সেই রান্নাঘর। শৌখিনতায় ভরপুর স্নানঘরও। ৩৭৫ বর্গফুট আয়তনের বৈঠকখানায় আলোবাতাস খেলে যাওয়ার সুব্যবস্থা আছে। জানানো হয়েছে নির্মাতাদের তরফে।