TRENDING:

Elon Musk House: প্রাসাদ ছেড়ে ৩ কামরার ছোট্ট বাড়িতে থাকছেন ধনকুবের এলন মাস্ক! অতীতে বিশ্বের ধনীতম ব্যক্তিকে দেখে হতবাক বিশ্ব

Last Updated:

Elon Musk House: যে ছোট্ট ফ্ল্যাট প্যাক হাউসে তিনি থাকছেন এখন, তার পোশাকি নাম ক্যাসিটা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টেক্সাস : আরও একবার বিশ্ববাসীকে চমকে দিলেন ধনকুবের এলন মাস্ক। টেসলা এবং স্পেস এক্স-এর সিইও তথা বিশ্বের ধনীতমদের মধ্যে অন্যতম মাস্ক সম্প্রতি থাকতে শুরু করেছেন ছোট্ট একটি গেস্ট হাউসে। টেক্সাসের বোকা চিকা এলাকায় ওই গেস্ট হাউসের আয়তন মাত্র ৩৭ বর্গমিটার। তাঁর স্পেস এক্স প্রধান কার্যালয়ের কাছেই ওই গেস্ট হাউসে আপাতত ঠাঁই নিয়েছেন এলন মাস্ক। যে ছোট্ট ফ্ল্যাট প্যাক হাউসে তিনি থাকছেন এখন, তার পোশাকি নাম ক্যাসিটা।
টেক্সাসের বোকা চিকা এলাকায় ওই গেস্ট হাউসের আয়তন মাত্র ৩৭ বর্গমিটার
টেক্সাসের বোকা চিকা এলাকায় ওই গেস্ট হাউসের আয়তন মাত্র ৩৭ বর্গমিটার
advertisement

ট্যুইটারে মাস্ক জানিয়েছেন যে বাড়িতে এখন তিনি আছেন, তার জন্য প্রতি মাসে তাঁর খরচ হয় ৫০ হাজার ডলার। এই বন্দোবস্ত তাঁর দারুণ লাগে। ইদানীং নিজের স্থাবর সম্পত্তি প্রায় সবই ছেড়ে দিচ্ছেন মাস্ক। ক্যালিফর্নিয়ার তাঁর ৬ টা প্রাসাদোপম বাড়িও আছে সেই তালিকায়।

ধনকুবের জানিয়েছেন বর্তমানে বে এরিয়াতে একটিমাত্র বাড়িই আছে তাঁর। তাঁর কথায় ওই বা়ড়ি বিক্রি করলে খুব বড় পরিবার সেটি না কিনলে ক্রেতা উপকৃত হবেন না। ভবিষ্যতে ওই বাড়িও যে তিনি বিক্রি করার কথা ভাবছেন, সে কথাও জানাতে ভোলেননি অতীতে বিশ্বের ধনীতম ব্যক্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিন কামরার যে ছোট্ট বাড়িতে এলন মাস্ক এখন আছেন, তাতে আছে সবরকম অত্যাধুনিক বন্দোবস্ত-সহ একটি রান্নাঘর। বড় রেফ্রিজারেটর, ডাবল সিঙ্ক, আভেন, মাইক্রোওয়েভ, ডিশওয়াশার, কেতাদুরস্ত শেকার ক্যাবিনেটে সাজানো সেই রান্নাঘর। শৌখিনতায় ভরপুর স্নানঘরও। ৩৭৫ বর্গফুট আয়তনের বৈঠকখানায় আলোবাতাস খেলে যাওয়ার সুব্যবস্থা আছে। জানানো হয়েছে নির্মাতাদের তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Elon Musk House: প্রাসাদ ছেড়ে ৩ কামরার ছোট্ট বাড়িতে থাকছেন ধনকুবের এলন মাস্ক! অতীতে বিশ্বের ধনীতম ব্যক্তিকে দেখে হতবাক বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল