সব পরিকল্পনা আগে থেকেই সারা হয়ে থাকলেও প্রক্রিয়ার মাঝেই ঘটল বিপত্তি। পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রায় সাত মিনিটের মাথায় মাঝ আকাশে ভেঙে পড়ল সপ্তম স্টারশিপ। ইতিমধ্যেই ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ জ্বলন্ত অবস্থায় নেমে আসছে পৃথিবীর দিকে।
আরও পড়ুন: দু দিন ধরে গা ঢাকা, অবশেষে গ্রেফতার বাঘাযতীনের হেলে পড়া বহুতলের প্রমোটার! কোথায় লুকিয়ে ছিলেন?
advertisement
মাঝ আকাশে এই স্টারশিপের ভেঙে পড়ার কারণ হিসেবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, উৎক্ষেপণের পর, আচমকা স্টারশিপের একাংশের যন্ত্রাংশ বিকল হয়ে যায়। যন্ত্রগুলি নিজেদের মধ্যে সমন্বয় চালাতে না পারার কারণেই সেটি ভেঙে পড়ে। আর এর জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। ঘুরিয়ে দিতে হয় অন্তত ২০টি বিমান। তবে গোটা ব্যর্থতাকে বেশ মজার ছলেই নিয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক।
এই বিপত্তির কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় মাস্ক নিজে জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উড়ানের ইঞ্জিন ফায়ারওয়ালের উপরে গহ্বরে আমাদের অক্সিজেন/জ্বালানি লিক করছিল, যা ভেন্ট ক্ষমতার উপর অতিরিক্ত চাপ তৈরি করার জন্য যথেষ্ট। স্পষ্টতই পরবর্তীকালে লিকের জন্য অন্তত দু’ বার পরীক্ষা করা হবে।‘ আরও কী কী গ্রহণীয় পদক্ষেপ, সেই বিষয়েও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মাস্ক স্বপ্নের স্টারশিপ ভেঙে পড়ার পর লিখেছেন, ‘সফলতা অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত।‘