সম্প্রতি ২০২৫ সালের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এক অনলাইন আলোচনায় প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন জানাতে গিয়ে মাস্ক মামদানিকে ব্যঙ্গ করে বলেন, “মামদুমি অর হোয়াটেভার (Mumdumi or whatever)।”
২০০২ সালের ভোটার তালিকা দেখবেন কীভাবে? কয়েকটি সহজ ধাপেই মিলবে নিজের নাম
এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বহু ব্যবহারকারী মাস্ককে বর্ণবাদী এবং জাতিগত সংবেদনশীলতার অভাবে অভিযুক্ত করেন। কেউ লিখেছেন, “কারও নামের উচ্চারণ নিয়ে উপহাস করা সরাসরি বর্ণবাদ।” আবার কেউ মন্তব্য করেছেন, “যে ব্যক্তি বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা পরিচালনা করেন, তাঁর কাছ থেকে এমন কটাক্ষ হতাশাজনক।”
advertisement
এই ঘটনাকে ঘিরে মার্কিন রাজনীতিতে পরিচয়, বর্ণ ও ধর্মের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের দাবি, মাস্কের এই মন্তব্য আমেরিকান রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ও সম্মানের প্রশ্নে নতুন আঘাত।
কে এই জোহরান মামদানি?
৩৩ বছর বয়সি জোহরান মামদানি একজন ভারতীয়-উগান্ডা বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক, যিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে কুইন্স জেলার প্রতিনিধি। তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য এবং সাশ্রয়ী আবাসন, অভিবাসী অধিকার ও জাতিগত ন্যায়বিচারের পক্ষে সরব প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত।
রাজনীতির পাশাপাশি তিনি সৃজনশীল জগতের সঙ্গেও যুক্ত — একসময় র্যাপার ছিলেন। তাঁর মা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা খ্যাতনামা রাজনীতি বিশারদ মাহমুদ মামদানি। নিউইয়র্ক মেয়র পদে তাঁর প্রার্থিতা মার্কিন রাজনীতিতে বৈচিত্র্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
