advertisement
বুধবার রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজসদের মতো প্রথম সারির ব্যক্তিত্বদের ট্যুইটার হ্যান্ডেল থেকে একইরকম বিটকয়েন প্রতারণামূলক ট্যুইট করে হ্যাকাররা৷ যাতে বলা হয়, 'আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ ১ হাজার ডলার পাঠায়, তা হলে আমি তাঁকে ২ হাজার ডলার দেব। ৩০ মিনিট মাত্র সময় আছে৷' সূত্রের খবর, অনেকে বিশ্বাস করে সেই টাকা পাঠিয়েও দিয়েছেন৷
তেসলা সিইও এলন মাস্ক ও মাইক্রোসফট-এর কর্ণধার বিল গেটসের অ্যাকাউন্ট থেকে ট্যুইট ডিলিট করা হয়৷ তারপর দ্বিতীয়বার ফের একই ট্যুইট৷ হ্যাকাররা প্রমাণ করে দেয়, তারা পৃথিবীর যে কোনও ব্যক্তির ট্যুইটার হ্যান্ডেল হ্যাক করতে পারে৷ এই ট্যুইটগুলির সঙ্গে একটি করে লিঙ্কও দেওয়া ছিল। সেলিব্রিটিদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকেও একইরকম ট্যুইট করা হয়। যা দেখে বিভ্রান্ত হয়ে যান তাঁদের ফলোয়াররা।
ট্যুইটারে এই ধরনের বিটকয়েন স্ক্যাম হ্যাক সাধারণ বিষয়৷ এই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ কিন্তু বিশ্বের তাবড় সেলেবদের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেল হ্যাকড হল, এটাই ভাবাচ্ছে সংস্থাকে৷
ট্যুইটার সিইও ডর্সির কথায়, 'আমরা তদন্ত চালাচ্ছি৷ সব কিছু জানাবো৷ ঠিক কী হয়েছে, জানতে পারলেই আপনাদের বলব৷'