NHK জানিয়েছে, এদিনের ভূমিকম্পের পরে প্রথম সুনামি এসেছে উত্তর জাপানের একাধিক এলাকায়৷ প্রায় ১ ফুট মতো ছিল সেই সুনামির ঢেউ৷ তবে মূল নর্দার্ন ইনল্যান্ড হোক্কাইডোতে সুনামির তীব্রতা ছিল সবচেয়ে বেশি৷
advertisement
জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রথমে জাপানের উত্তর এবং পূর্ব উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ার সতর্কতা ছিল৷ তারপর সেই সুনামি ছড়ায় দক্ষিণের ওয়াকাইয়ামা পর্যন্ত৷
US Geological Survey-এর রিপোর্ট অনুযায়ী বুধবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কি এলাকা থেকে ১২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে৷ আভাচা বে নামের এক শহরে৷
আরও পড়ুন কীভাবে তৈরি হত নকল বার্থ সার্টিফিকেট…কোথা থেকে আসত আধার-ভোটার কার্ড? ফাঁস নতুন তথ্য
রাশিয়ার সংবাদমাধ্যম টাস এজেন্সি জানিয়েছে, পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কি এলাকায় ভূমিকম্প হওয়ার সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা৷ অনেকেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে শুরু করেন রাস্তায়৷ গাড়ি দোলার, ঘরের ভিতরে আলমারি দোলার, আয়না ভেঙে চুরমার হয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পরে আপলোড করেছেন অনেকেই৷
টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ শিনিচি সাকাই এর আগে এনএইচকে বলেছিলেন যে, একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হয়, তাহলে এর ফলে সুনামি হতে পারে যা জাপানকে প্রভাবিত করতে পারে৷
মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা রাশিয়া, জাপান এবং হাওয়াইয়ের কিছু উপকূলে আগামী তিন ঘন্টার মধ্যে “বিপজ্জনক সুনামি ঢেউ” সম্পর্কে সতর্কতা জারি করেছে।
https://youtu.be/O6vqDXzIxvA?si=4qyaRIojO0caO37s
মার্কিন দ্বীপপুঞ্জ গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জের জন্যও সুনামির সতর্কতা রয়েছে। সুনামির কারণে উপদ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট শহর সেভেরো-কুরিলস্কের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷