জানা গিয়েছে, সোমবার ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে। এর তীব্রতা রিখটার স্কেলে ৪.০। আফসিন তুরস্কের একটি শহর। জানা গিয়েছে, ভূমিকম্পটি আসে ভোর ৪.২৫ মিনিটে। এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে তুরস্ক ও সিরিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজারের বেশি। লাখ লাখ মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের জেরে ভারত-সহ বিভিন্ন দেশের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল ভারত-সহ বিভিন্ন দেশের তরফ থেকে।
advertisement
অন্যদিকে, শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা ও পর্যটন এলাকা বালিতে প্রবল ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে ইনস্টিটিউট জানিয়েছে, যে ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের উপকূলীয় শহর তুবান থেকে ৯৬.৫ কিলোমিটার উত্তরে ৫৯৪ কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল ৭.০।
আরও পড়ুন, AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
আরও পড়ুন, বউবাজারের কাজ শেষ হবে চলতি বছরেই, আশ্বাস রেল বোর্ডের
ইন্দোনেশিয়ার ভূকম্পণ গবেষণা সংস্থা জানিয়েছে, এর জেরে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।