ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য মেলেনি। অক্টোবরে আফগানিস্তানে একের পর এক ভূমিকম্পে চার হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। ধসে গিয়েছে দুই হাজারের বেশি ঘরবাড়ি। তারপর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান।
আরও পড়ুন, পুরীর সমুদ্রে সাংঘাতিক কাণ্ড! জলে নামতেই টেনে নিল গোটা মানুষকে, পরের কাণ্ড মারাত্মক
advertisement
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার সকালেই ফের কেঁপে উঠল আফগানিস্তান৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৮। ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। ভূমিকম্পের গভীরতা ছিল ৯০ কিলোমিটার। নভেম্বরের ২১ তারিখও ভূমিকম্পে কেপে উঠেছিল আফগানিস্তান। এদিন ভোরবেলায় আফগানিস্তানের একাধিক এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলের কম্পণের মাত্রা ৪.১। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ট থেকে ৭৩ কিমি গভীরে।
কয়েকদিন আগেই প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ভানুয়াতু দ্বীপরাষ্ট্র। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৭.১। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূকম্পণ পর্যবেক্ষণ গবেষণা সংস্থা জানিয়েছে, ভানুয়াতুর স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে ভূমিকম্প উৎস্যস্থল বলে অনুমান করা হচ্ছে। প্রবল এই ভূমিকম্পে কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।