চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া, চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (CENC) জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের মাংয়া শহরে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
advertisement
উপকেন্দ্রটি ৩৮.৩৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল বলে জানা গিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণের রিপোর্টে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান, ফিলিপিন্সেও। তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার পার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপরাষ্ট্র জুড়ে। কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয় জাপান-ফিলিপিন্সে। তবে শেষ অবধি সুনামি আছড়ে পড়েনি।