TRENDING:

ভারতের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে ব্যবহার করছে চিন, PoK-র স্কার্দু এয়ারবেসে চিনা যুদ্ধবিমান

Last Updated:

চিনা ফাইটার জেট এই এয়ারবেস থেকে কাজ করে আবার সেখান থেকে ফিরে যেতে পারবে৷ আর ভারত যদি স্কার্দুতে পাল্টা হানা দেয় তাহলে পাকিস্তান যুদ্ধ শুরু করার সহজ বাহানা পেয়ে যাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ভারতের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যে চিন এবার পাকিস্তানকে ব্যবহার  করছে৷ পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীর অর্থাৎ পিওকে  (PoK)-র স্কার্দু এয়ারবেস কাজে লাগাচ্ছে বেজিং৷ সেখানে চিনের বায়ুসেনার মুভমেন্ট দেখতে পেয়েছে ভারতীয় এজেন্সি ৷ তারা সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ তাদের দেওয়া খবর অনুযায়ী ৪০ -র বেশি চিনা ফাইটার জেট জে ১০ (J10) স্কার্দুতে দেখা গিয়েছে৷ এই প্রেক্ষিতে আশঙ্কা তৈরি হয়েছে চিনা বায়ুসেনা ভারতে হামলার জন্য এই এয়ারবেস ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ৷
advertisement

এই এয়ারবেস লেহ -র থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ যেকোনও চিনা এয়ারবেসের থেকে এটা ভারতের অনেক কাছে ৷ সূত্রের খবর অনুযায়ী এই জন্য চিন স্কার্দু এয়ারবেস ব্যবহার করে নিজের শক্তি পরীক্ষা করতে চায় ৷ যাতে ভারতের একদম কাছ থেকে ভারতের উপর হামলা চালানো যায় ৷ তাই ভারতকে এবার ২ টি আলাদা সীমান্তে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হচ্ছে ৷

advertisement

সূত্র আরও জানিয়েছ লাদাখে হামলা চালানোর জন্য চিনের কাছে তিনটি এয়ারবেস রয়েছে ৷ সেখান থেকে ফাইটার এয়ারক্রাফট ব্যবহার করা যেতে পারে ৷ এগুলি হল কাশগর, হোতান আর নগ্রি গুরগুংসা ৷ এই এয়ারবেসগুলি থেকে তাদের হামলা চালানোর ক্ষমতা সীমিত ৷ কাশগর থেকে লেহ-র দূরত্ব ৬২৫ কিলোমিটার, খোতান থেকে ৩৯০ কিমি, ও গুরগুংসা থেকে ৩৩০ কিলোমিটার দূরে রয়েছে ৷ এগুলি সবই ১১ হাজার ফুটের বেশি উচ্চতায় রয়েছে ৷

advertisement

আর সেখানেই ১০০ কিলোমিটার দূরে স্কার্দু চিনের জন্য সবচেয়ে ভাল অপশন ৷ কারগিল সেখান থেকে ৭৫ কিলোমিটার দূরে ৷ এই এয়ারবেসে ২ টি রানওয়ে আছে ৷ একটি আড়াই কিলোমিটার লম্বা, আর দ্বিতীয়টি ৩.৫ কিমি লম্বা ৷ চিনা ফাইটার জেট এই এয়ারবেস থেকে কাজ করে আবার সেখান থেকে ফিরে যেতে পারবে৷ আর ভারত যদি স্কার্দুতে পাল্টা হানা দেয় তাহলে পাকিস্তান যুদ্ধ শুরু করার সহজ বাহানা পেয়ে যাবে  ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সূত্রের হিসেব মতো ISI চিনের গুপ্তচর সংগঠন মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি MSS -র সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে ৷ এদের সঙ্গে ট্রেনিং করে আতঙ্কবাদীদের হামলায় বদলও আনছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে ব্যবহার করছে চিন, PoK-র স্কার্দু এয়ারবেসে চিনা যুদ্ধবিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল