TRENDING:

Dubai princess divorce: সঙ্গিনীদের নিয়ে পরকীয়ায় মত্ত স্বামী! ইনস্টাগ্রামেই বিচ্ছেদ ঘোষণা দুবাইয়ের রাজকুমারীর

Last Updated:

শেখ মাহরা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মখতৌমের কন্যা৷ তিনি সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদেও রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই:তিনি দুবাইয়ের রাজকুমারী৷ অথচ তাঁর স্বামীও কি না পরকীয়ায় মত্ত! এই অভিযোগ করেই সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহারা বিনত মহম্মদ বিন রশিদ আল মখতৌম৷
 দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহারা বিনত মহম্মদ বিন রশিদ আল মখতৌম৷
দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহারা বিনত মহম্মদ বিন রশিদ আল মখতৌম৷
advertisement

ইনস্টাগ্রামে দুবাইয়ের রাজকুমারী তাঁর স্বামীর উদ্দেশ্যে লেখেন, প্রিয় স্বামী, তুমি যেহেতু অন্যান্য সঙ্গিনীদের নিয়ে ব্যস্ত, আমি এখানেই তোমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি৷ আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি৷ আমি তোমায় ডিভোর্স দিচ্ছি, ডিভোর্স দিচ্ছি এবং ডিভোর্স দিচ্ছি৷ ভাল থেকো৷ ইতি তোমার প্রাক্তন স্ত্রী৷

শেখ মাহরা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মখতৌমের কন্যা৷ তিনি সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদেও রয়েছেন৷

advertisement

আরও পড়ুন: ‘সবকা সাথ, সবকা বিকাশেই’ আস্থা! বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে শোরগোল, ব্যাখ্যা শুভেন্দুর

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পরস্পরকে ইনস্টাগ্রামে ফলো করা বন্ধ করে দিয়েছিলেন দুবাইয়ের রাজকুমারী এবং তাঁর স্বামী৷ নিজেদের প্রোফাইল থেকে তাঁদের একসঙ্গে এবং পরস্পরের ছবিও সরিয়ে দেন দু জনে৷

এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেইখা মাহরা এবং শেখ মানা৷ ইসলাম ধর্ম মতেই গত বছর মে মাসে বিয়ে করেছিলেন তাঁরা৷ গত বছর জুন মাসে তাঁদের বিয়ে উপলক্ষে রাজকীয় রিসেপশন পার্টিরও আয়োজন করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে৷ গত মে মাসেই ওই শিশুকন্যার জন্ম হয়৷ নিজের মায়ের নামেই ওই শিশুকন্যার নাম রাখা হয় মাহরা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Dubai princess divorce: সঙ্গিনীদের নিয়ে পরকীয়ায় মত্ত স্বামী! ইনস্টাগ্রামেই বিচ্ছেদ ঘোষণা দুবাইয়ের রাজকুমারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল