নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘উত্তর-পশ্চিম নাইজিরিয়ার ISIS ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী আক্রমণ চালানোর জন্য আজ আমি আমার কম্যান্ডার ইন চিফ-কে নির্দেশ দিয়েছি৷ ওরা নিরপরাধ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শতকের পর শতক ধরে অকারণে খুন করে এসেছে৷’
advertisement
ট্রাম্প লেখেন, ‘আমি এর আগে ওই জঙ্গি সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছিলাম, যদি ওরা এভাবে মানুষ মারা না থামায়, তাহলে তার ফল তাদের ভুগতে হবে৷ আজ সেটা হল৷’’
উনি লেখেন, ‘‘ডিপার্টমেন্ট অফ ওয়ার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল ট্রাইক করেছে৷ কারণ, একমাত্র আমেরিকাই তা করতে পারে৷ আমার লিডারশিপে, আমার দেশ জঙ্গিদের বাড়বাড়ন্ত হতে দেবে না৷’’
আরও পড়ুন : আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে BDO! এদিকে গ্রেফতারি পরোয়ানার আবেদন বিধাননগর পুলিশের
সব শেষে ট্রাম্প বলেন, ‘‘আমাদের সেনাকে ঈশ্বর আশীর্বাদ করুন এবং সবাইকে মেরি ক্রিসমাস, যে জঙ্গিরা মারা গেছে তাদেরও৷’’
যদিও নাইজিরিয়ার সরকারের সঙ্গে আলোচনা করেই আমেরিকা এই স্ট্রাইক চালিয়েছে বলে জানা গিয়েছে৷ মার্কিন আফ্রিকা কম্যান্ড জানিয়েছে, নাইজেরিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করেই এই অভিযান পরিচালিত হয়েছিল। জানা যায়, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুদ্ধ সচিবের নির্দেশে এবং নাইজেরিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করে, মার্কিন আফ্রিকা কম্যান্ড ২৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে নাইজেরিয়ার সোকোটো স্টেটে আইএসআইএস সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হামলা চালানো হয়৷”
