TRENDING:

Ivana Trump Passed Away: ৭৩ এ চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী, আবেগতাড়িত স্বামী যা বললেন

Last Updated:

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ট্রাম্প টাওয়ারের উন্নয়নে পার্টনারের সফল ভূমিকা পালন করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমা স্ত্রী ইভানা ট্রাম্প ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে মারা গেছেন ইভানা ট্রাম্প। ইভানা কমিউনিস্ট আমলের পুরনো চেকোস্লোভাকিয়ায় বড় হয়ে উঠেছিলেন৷  ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৯২ সালে , বিয়ের ১৫ বছর পর  তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
Donald Trump's first wife ivana Trump died at the age of 73
Donald Trump's first wife ivana Trump died at the age of 73
advertisement

ডোনাল্ড ট্রাম্প তার প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবর দিয়েছেন৷ তিনি নিজের  বার্তায় লিখেছেন, ‘‘ ইভানা ট্রাম্পকে যাঁরা ভালোবাসেন তাঁদের আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি তিনি নিউইয়র্ক সিটিতে মারা গেছেন। তিনি একজন আসাধারণ এবং সুন্দরী মহিলা ছিলেন৷ প্রচুর মানুষকে অনুপ্রেরণা দেয় তাঁর জীবন। ইভানা ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভানকা এবং এরিককে নিয়ে আমি গর্বিত। ইভানা ট্রাম্পকে নিয়েও সকলকে গর্বিত। শান্তিতে বিশ্রাম নিন ইভানা।’’

advertisement

আরও পড়ুন - কোষ্ঠকাঠিন্য, বমি, অবসাদে ভুগছেন? শরীরে এই ভিটামিনের ওভারডোজ হয়ে যায়নি তো!

ইভানা  ট্রাম্পের  পরিবারের পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে

ইভানা ট্রাম্পের মৃত্যুর পর ট্রাম্প পরিবারের পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছ। সেই বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কীভাবে ইভানা ট্রাম্প কমিউনিজম ছেড়ে আমেরিকাকে আলিঙ্গন করেছিলেন। তিনি তাঁর সন্তানদের ধৈর্য, ​​সহানুভূতি এবং সংকল্পের মত গুণ শিখিয়েছিলেন।’’ তবে ইভানা ট্রাম্প কীভাবে মারা গেছেন সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি তাঁর মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়েছে বলা হয়েছে৷

advertisement

আরও পড়ুন - Skin Care Tips: অতিরিক্ত আর্দ্রতায় ত্বকের দফারফা, ঘাবড়াও মত! এই পদ্ধতিতে ফিরবে জেল্লা

ট্রাম্পের ব্যবসায় বিশেষ ভূমিকা ছিল ইভানা ট্রাম্পের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ডোনাল্ড ট্রাম্পের সাথে তাঁর বিয়ের পর, ইভানা ট্রাম্প, তাঁর স্বামীর পারিবারিক ব্যবসায় যোগ দেন৷ সেখানে তিনি বড় ভূমিকা পালন করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি, ইভানা ট্রাম্পও সিগনেচার বিল্ডিং, নিউ জার্সি এবং আটলান্টিক সিটিতে ট্রাম্প তাজমহল ক্যাসিনো রিসর্ট পরিচালনায় বড় ভূমিকা নিয়েছিলেন। তাঁর স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ট্রাম্প টাওয়ারের উন্নয়নে পার্টনারের সফল ভূমিকা পালন করেছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Ivana Trump Passed Away: ৭৩ এ চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী, আবেগতাড়িত স্বামী যা বললেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল