মার্কিন সরকারের দুই শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে৷ মার্কিন সরকারের ওই দুই শীর্ষ কর্তার দাবি অনুযায়ী, ‘ইজরায়েল ওয়াশিংটনকে জানায় যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে সরিয়ে দেওয়ার সুযোগ এসেছে তাদের সামনে৷ যদিও সেই প্রস্তাবের কথা শুনেই সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷’
ট্রাম্প প্রশাসনের ওই শীর্ষ কর্তার কথায়, ‘ইরান কি একজন মার্কিনকেও হত্যা করেছে? উত্তর হল না৷ যতক্ষণ না পর্যন্ত ইরান কোনও মার্কিনকে হত্যা করছে, আমরা সেদেশের রাজনৈতিক নেতৃত্ববৃন্দের বিরুদ্ধে কোনও কথাও বলতে চাই না৷’
advertisement
তবে খামেনেইকে মারার পরিকল্পনা বাতিল করার কথা ট্রাম্প নিজেই ইজরায়েলের নেতৃবৃন্দকে জানিয়েছিলেন না কি আধিকারিকদের মাধ্যমে নিজের বার্তা পৌঁছে দেন, তা এখনও স্পষ্ট নয়৷
ট্রাম্প খামেনেইকে হত্যার পরিকল্পনা বাতিল করতে বলার পরই খবরটি প্রকাশ্যে আসে৷ সত্যিই ইজরায়েল খামেইনিকে মারার ছক কষেছিল কি না প্রধানমন্ত্রী বেঞ্জামন নেতানিয়াহুকে সেই প্রশ্ন করেছিল ফক্স নিউজ৷ নেতানিয়াহু খবরটির সত্যতা যেমন স্বীকার করেননি তেমনই এই ধবরকেও অস্বীকারও করেননি তিনি৷