যদিও এই বিষয়টি প্রথম ঘুরে ফিরে আসে গত ২৭ অগাস্ট তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয় “যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও দুর্ভাগ্যজনক পরিণতি হয় তাহলে আপনি দায়িত্বভার নেবেন?” প্রশ্নের উত্তরে অবশ্য ভান্স জানান, ট্রাম্প ৭৯ বছরের হলেও এখনও যথেষ্ট সুস্থ সবল রয়েছেন। এই প্রসঙ্গে ভান্স বলেন, “আমার বিশ্বাস তিনি যথেষ্ট সুস্থ এবং বাকি যে প্রেসিডেন্টের সময়কাল রয়েছে তা তিনি পুরোটাই স্বাভাবিকভাবেই পূরণ করবেন। কিন্তু, ভগবান না করুন যদি খারাপ কিছু ঘটে তাহলে আমি ভাবতে পারছি না।” ভান্সের এইরকম মন্তব্যের পরেই তোলপাড় শুরু হয়ে যায় নেটদুনিয়ায়।
advertisement
গত জুলাই মাস ট্রাম্পের ফোলা পায়ের ছবি সামনে আসে, যা দেখে বোঝা যায় তিনি যথেষ্ট অসুস্থ। যদিও এর আগে ট্রাম্পের ভুয়ো মৃত্যুর খবর একাধিকবার ছড়ানো হয়েছিল।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সেখানে পোস্ট করা হয় মারা গিয়েছেন ট্রাম্প। কিন্তু, সঙ্গে সঙ্গেই ট্রাম্প সোশ্যাল নামে আরও এক অ্যাকাউন্ট দিয়ে নিজের বেঁচে থাকার খবর জানান ট্রাম্প।