৪৭ বছর বয়সী জেসিকা হফকে শুক্রবার গ্রেফতার করা হয়। ফেব্রুয়ারি মাসে তার মা লাভন হফের মৃত্যুর ঘটনায় তাকে দায়ী করা হয়েছে। লাভন হফ ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন এবং তার জন্য সার্বক্ষণিক দেখাশোনার প্রয়োজন ছিল বলে জানিয়েছে পাবলো কাউন্টি শেরিফ অফিস।
advertisement
শেরিফ অফিসে জানায়, ৩ ফেব্রুয়ারি জেসিকা হফ তার মাকে একা বাড়িতে রেখে বাজার করতে যান। পরে ওই দিনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাভন হফকে অচেতন অবস্থায় পায় এবং দেখতে পায় বাড়ির আশেপাশে বেশ কয়েকটি কুকুর অবাধে ঘুরে বেড়াচ্ছে।
পুলিশ আরও জানায়, ওই বাড়ি এবং জেসিকা হফের মালিকানাধীন আরেকটি বাড়ি তল্লাশি করে মোট ৫৪টি কুকুর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকেই অসুস্থ ছিল। এছাড়া সাতটি পাখিও খাঁচার মধ্যে ছিল। বাড়ির পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা ছিল। পরে পশু নিয়ন্ত্রণ কর্মকর্তারা কুকুর ও পাখিগুলোকে উদ্ধার করে।
আরও পড়ুন: থিকথিকে ভিড়ের মধ্যেই ঢুকে গেল গাড়ি, ফের ভয়াবহ দুর্ঘটনা জার্মানিতে! মৃত ১, আহত একাধিক…
জেসিকা হফ বর্তমানে জেলে রয়েছেন এবং বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নথি অনুসারে, তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
তিনি একজন সরকারি আইনজীবীর দ্বারা প্রতিনিধিত্ব পাচ্ছেন, তবে পাবলিক ডিফেন্ডার অফিস থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।