TRENDING:

ঢাকার গোপীবাগ রামকৃষ্ণ মিশনে কুমারী পুজোয় নারীত্বের বন্দনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: অষ্টমীর দিন বেলুড়মঠের পাশাপাশি বাংলাদেশেও ধুমধাম করে হয়ে গেল কুমারী পুজো ৷ ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়েছিল । অষ্টমীর সকাল থেকে ঢাকের তালের সঙ্গে চলতে থাকে শঙ্খের আওয়াজ আর উলুধ্বনি। আর তার মাঝেই পূজা মন্ডপে চন্ডী পাঠের মাধ্যমে চলতে থাকে দেবীর অর্চণা ও কুমারী পুজো ৷ এ যেন নব রূপে নারীর বন্দনা ৷
advertisement

লোহিতলাল বস্ত্রে ‘পুজোর বেদীতে আসেন ‘কুমারী দেবী’। পুষ্পাসনে আসীন হয়ে বসেন বিল্বপত্রে। তার কপালে লাল সিঁদুর, হাতে ফুল এবং পায়ে গাঢ় লাল আলতা। পূজারীদের মন্ত্রোচ্চারণে এবং স্তুতিতে দেবীর বন্দনা করা হয়। গোপীবাগে রামকৃষ্ণ মিশন মঠে এবার কুমারী পূজা পরিচালনা করেন ভাস্কর মহারাজ, আর তন্ত্র সাধনাকারীর দায়িত্ব পালন করেন কল্যাণ মহারাজ।

advertisement

কুমারী পূজার সূত্রপাত ঘটে সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের হাত ধরে। তিনিই প্রথম নিজ স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে পূজা করা শুরু করেন। আর তার পর থেকেই উপমহাদেশের বিভিন্ন মিশন ও মঠগুলোতে এই কুমারী পূজার চর্চা চালু হয়। ভক্তরা বিশ্বাস করেন, এই পূজা একাধারে ঈশ্বরের উপাসনা, মানববন্দনা এবং নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বরের আরাধনাই কুমারী পূজার মূল শিক্ষা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ঢাকার গোপীবাগ রামকৃষ্ণ মিশনে কুমারী পুজোয় নারীত্বের বন্দনা