শীতের তুষারঝড়ের মারণকামড়ে অসহায় প্রাণীটি কার্যত ফ্রোজেন৷ সৌভাগ্যবশত দু’জন হাইকার অবলা প্রাণীটিকে রক্ষা করেন এই অবস্থা থেকে৷ ভিডিও কোথায় লেন্সবন্দি করা হয়েছে, তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটি৷
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হরিণের মুখ সম্পূর্ণ জমে থাকা বরফে আটকে গিয়েছিল৷ মনে করা হচ্ছে, বরফে মুখ ঢুকিয়ে খাবার খোঁজার চেষ্টা করছিল তৃণভোজী প্রাণীটি৷ তখনই তার এই পরিণতি হয়৷
advertisement
আরও পড়ুন : চিরসবুজ অমর প্রেম! পা রাখেন না গ্রামের বাইরে, ৩০ বছর ধরে পঙ্গু প্রেমিকার সেবা শুশ্রূষাই জীবন প্রেমিকের
কিন্তু হাইকারদের দেখে প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে যায় চতুষ্পদটি৷ তবে কসরত করার পর হরিণটিকে ধরতে সমর্থ হন হাইকার দু’জন৷ তার পর মুখের তুষার আবরণ সরিয়ে দেন৷ মুক্তি পেয়ে আনন্দে ছুটে পালায় হরিণটি৷
প্রতিকূল আবহাওয়ায় অবোলা প্রাণীকে সাহায্য করায় হাইকারদের ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ কেউ বলেছেন, মানুষমাত্রই জীবজগতের প্রতি নির্দয় নন৷ কারওর কারওর জীবজন্তুদের প্রতি সহমর্মিতা ও ভালবাসাও আছে৷
তুষারঝড়ের প্রভাবে হরিণের মতো নিরীহ প্রাণীদের কী করুণ অবস্থা হতে পারে, সেই ভয়াবহতাও তুলে ধরেছেন নেটিজেনদের একাংশ৷