TRENDING:

Turkey Syria Earthquake: তুরস্ক-সিরিয়ায় বিপর্যয়, ভূমিকম্পে মৃত প্রায় ৬০০! পাশে থাকার বার্তা মোদির

Last Updated:

ইতিমধ্যেই নেদারল্যান্ডস, রোমানিয়ার মতো দেশগুলি তুরস্কের পাশে দাঁড়িয়েছে৷ দুই দেশই নিজেদের উদ্ধারকারী দলকে তুরস্কে পাঠিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইস্তানবুল: প্রবল ভূমিকম্পের জেরে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়া৷ মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬০০ ছুঁই ছুঁই৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ ভূমিকম্পের জেরে শুধুমাত্র তুরস্কেই মৃতের সংখ্যা ২৮৪৷ সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৩৯৷ সিরিয়ায় আহতের সংখ্যা ৬০০৷
সাজানো শহর যেন ধ্বংসপুরী, তুরস্কের দিয়ারবাকির শহরের ছবি। Photo-Reuters
সাজানো শহর যেন ধ্বংসপুরী, তুরস্কের দিয়ারবাকির শহরের ছবি। Photo-Reuters
advertisement

এ দিন ভোর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ অংশ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের গাজিয়ানটেপ, কাহরামানমারাস, আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকিরের মতো একাধিক শহর৷ ভেঙে পড়ে শহরের অধিকাংশ বহুতল৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ৷ তুরস্কে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮৷

একই ভাবে বিপর্যয় নামে প্রতিবেশী দেশ সিরিয়াতেও৷ সেখানেও ভেঙে পড়ে ঘর, বাড়ি, বহুতল৷ সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, সিরিয়ার আলেপ্পো, লাটাকিয়া, হামা এবং তারটুস অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি৷

advertisement

তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, 'তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং সম্পত্তি নষ্টের ঘটনায় ব্যথিত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ এই কঠিন সময়ে ভারত সবরকম ভাবে তুরস্কের পাশে রয়েছে এবং সবরকম সহযোগিতা করতে তৈরি৷'

advertisement

আরও পড়ুন: শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প! তুরস্ক-সিরিয়ায় মৃত প্রায় ১০০, এখনও ধ্বংস্তূপে চাপা বহু মানুষ

ইতিমধ্যেই নেদারল্যান্ডস, রোমানিয়ার মতো দেশগুলি তুরস্কের পাশে দাঁড়িয়েছে৷ দুই দেশই নিজেদের উদ্ধারকারী দলকে তুরস্কে পাঠিয়েছে৷

তুরস্কের এই ভূমিকম্পকে গত একশো বছরের অন্যতম ভয়াবহ বলে দাবি করা হচ্ছে৷ এ দিনের ভূমিকম্পে কেঁপে উঠেছে লেবানন, ইজরায়েল, সাইপ্রাসের মতো একাধিক দেশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

গাজিয়ানটেপ শহরের প্রায় সব বাসিন্দাই বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন৷ প্রথমবার কম্পনের পর দ্বিতীয় একটি জোরালো কম্পনও অনুভূত হয়৷ গাজিয়ানটেপ শহরের এক বাসিন্দা সংবাদসংস্থা বিবিসি-কে জানিয়েছেন, 'ভূমিকম্পের সময় মনে হচ্ছিল ছোট কোনও বাচ্চার মতো দোলনায় দুলছি৷'

বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Syria Earthquake: তুরস্ক-সিরিয়ায় বিপর্যয়, ভূমিকম্পে মৃত প্রায় ৬০০! পাশে থাকার বার্তা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল