সাম্প্রতিক বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে সোমবার পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, ভারতে থাকা বাংলাদেশ যাত্রীরা আগামিকাল থেকে পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে সেই আশঙ্কাতেই ভিড় জমাচ্ছেন সীমান্তে।
advertisement
পেট্রাপোল সীমান্তে। ছবি সৌজন্যে- Bangla Tribune
আরও পড়ুন- আরে ওই বাড়িটাই জ্বলছে! ছুটল সবাই, এল দমকল, গেটের ভিতরে ঢুকে চোখ কপালে…! এ কী কাণ্ড!
ভারত থেকে বাংলাদেশে যাওয়ার লম্বা লাইন পেট্রাপোল সীমান্তে। সেই লাইনে দাঁড়িয়ে বাংলাদেশ যাত্রীরা জানিয়েছেন, আগামীকাল থেকে পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি আজ বাংলাদেশ ফিরছেন তাঁরা। যদিও সরকারি তরফ থেকে পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার কোন খবর এখনও পর্যন্ত নেই।
অন্যদিকে, অনেক ভারতীয় যাত্রী চোখে-মুখে আতঙ্ক নিয়ে ভিসার মেয়াদ শেষ না হওয়ার আগেই বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন। পশ্চিমবঙ্গের চাকদার বাসিন্দা এক মহিলা জানিয়েছেন, তাঁর মেয়ের বিয়ে হয়েছে বাংলাদেশের ঢাকাতে। ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশে। ভয়ে তাড়াতাড়ি ফিরে এসেছেন ভারতে। সনাতনীদের রক্ষা করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন।