TRENDING:

Covid Vaccine: করোনা টীকায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, আদালতে স্বীকার করে নিল ‘অ্যাস্ট্রোজেনেকা’

Last Updated:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি। কোভিশিল্ড ছাড়াও ভ্যাক্সেজেরিয়া নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল ওই সংস্থা। তবে ভারতে কোভিশিল্ড-ই বেশি ব্যবহৃত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন:  করোনা টীকায় পার্শ্বপ্রতিক্রিয়া আছে, আদালতে স্বীকার করে নিল ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ‘অ্যাস্ট্রোজেনেকা’। ভ্যাক্সিন দেওয়ার ফলে মানব শরীরে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত একটি বিরল সমস্যা দেখা দিতে পারে, মেনে নিল সংস্থা। গত ফেব্রুয়ারিতে ইউকে-র আদালতে জমা দেওয়া এক নথিতে ‘অ্যাস্ট্রোজেনেকা’ জানিয়েছিল, তাদের তৈরি করা কোভিড ভ্যাক্সিনের কারণে অতি বিরল রোগ ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ (টিটিএস)-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। এই রোগে আক্রান্ত হলে রক্তে প্লেটলেটস-এর পরিমাণ পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে।
advertisement

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি। কোভিশিল্ড ছাড়াও ভ্যাক্সেজেরিয়া নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল ওই সংস্থা। তবে ভারতে কোভিশিল্ড-ই বেশি ব্যবহৃত। এই প্রথমবার নয়। এর আগেও কোভিশিল্ড ভ্যাক্সিনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসে, ডাক্তারি পরিভাষায় যাকে বলে ভ্যাকসিন-ইনডিউসড ইমিউন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া (VITT)।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
Covid Vaccine: করোনা টীকায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, আদালতে স্বীকার করে নিল ‘অ্যাস্ট্রোজেনেকা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল