TRENDING:

12 Children in 15 Years: ১৫ বছরের দাম্পত্যে ১২ সন্তান! এখানেই থামতে চান না এই দম্পতি

Last Updated:

12 Children in 15 Years: বিয়ের ১৫ বছর পর এখন তাঁরা মোট ১২ সন্তানের বাবা মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০০৮ সালের অক্টোবর মাসে কোর্টনি রজার্সের সঙ্গে বিয়ে হয় ক্রিসের৷ দুজনের আলাপ হয় মিউচুয়াল বন্ধুদের মাধ্যমে৷ দু বছর পর জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের৷ সেই শুরু৷ তার পর থেকে প্রতি বছর সন্তানের জন্ম দিয়েছেন কোর্টনি৷ বিয়ের ১৫ বছর পর এখন তাঁরা মোট ১২ সন্তানের বাবা মা৷ সকলেরই বয়স ১২-র কম৷ এবং এখানেই শেষ নয়৷ আরও সন্তান পেতে চান এই দম্পতি৷
আরও সন্তান পেতে চান এই দম্পতি৷
আরও সন্তান পেতে চান এই দম্পতি৷
advertisement

কোর্টনির স্বামী ক্রিস পেশায় কৃষক৷ তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়৷ নেটিজেনরা অবাক এই ভেবে যে কী করে অত জন ছোট ছোট সন্তানের দেখভাল করেন কোর্টনি৷ সম্প্রতি তাঁরা একটি ভিডিও শেয়ার করেছেন৷ ক্যাপশনে কোর্টনি লিখেছেন, ‘‘প্রায় ১৬ বছর কেটে গেল দম্পতি হিসেবে৷ বরের বয়স বেড়েছে কিছুটা আর আমি বেশ মোটা হয়েছি৷ হেয়ার কালারের দরকারও পড়ছে৷ সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে-এর মরশুমের শুভেচ্ছা৷’’

advertisement

আরও পড়ুন :  পাত্রী সাংবাদিক, ছাত্রছাত্রীদের পড়ানোর মাঝে বিয়ে করলেন ‘ফিজিক্সওয়ালা’

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

তাঁদের দু’জনের নামেরই আদ্যক্ষর সি৷ তাই সন্তানদের নামও রেখেছেন ওই অক্ষর দিয়েই৷ তাঁদের সন্তানদের নাম ক্লিন্ট, ক্লে, কেড, ক্যালি, ক্যাশ, কোল্ট, ক্যাজি, ক্যালিনা, কেডি, কার্লি, ক্যারিস এবং ক্যাম্ব্রিয়া৷ ক্লিন্ট ও ক্লে-এর জন্মের পর জন্ম হয়েছে কেড এবং ক্যালির৷ প্রসঙ্গত তারা আইরিশ টুইনস৷ অর্থাৎ তাদের জন্ম একই বছরে৷ বয়সের ব্যবধান ১০ মাস ৯ দিন৷ আবার ছেলে ক্যাশের জন্মের ৩ মাস পরই ফের অন্তঃসত্ত্বা হন কোর্টনি৷ এ বার তিনি যমজ সন্তানের জন্ম দেন৷ তাদের নাম রাখেন কোল্ট এবং ক্যাসি৷ এর পর আরও পাঁচ সন্তান ভূমিষ্ঠ করেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
12 Children in 15 Years: ১৫ বছরের দাম্পত্যে ১২ সন্তান! এখানেই থামতে চান না এই দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল