TRENDING:

Coronavirus: চিনের ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে এবার আমেরিকার ‘এই’ সংস্থার রিপোর্টেও দাবি

Last Updated:

Coronavirus Origin: এফবিআই ২০২১এ নিজেদের রিপোর্টে এই সিদ্ধান্তে পৌঁছেছে করোনা ভাইরাস ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন:  সারা পৃথিবীতে ধ্বংস লীলা চালানো করোনা ভাইরাসের উৎপত্তি ঠিক কোথায়? গত তিন বছর ধরে এই তথ্যের অনুসন্ধান নিয়ে একাধিক রিসার্চ চলছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগ নিজের এক রিপোর্টে দাবি করেছে কোভিড ১৯ মহামারি কোনও একটি ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছে, এটাই সবচেয়ে বড় সম্ভাবনা৷ আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে নিজেদের প্রকাশিত রিপোর্টে এই চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে৷ এই গোপন রিপোর্ট হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সদস্যদের দেওয়া হয়েছে৷
চিনা ল্যাবরেটরি থেকেই কোভিড ১৯ সারা বিশ্বে ছড়িয়েছিল- দাবি মার্কিন রিপোর্টে - Photo- AFP
চিনা ল্যাবরেটরি থেকেই কোভিড ১৯ সারা বিশ্বে ছড়িয়েছিল- দাবি মার্কিন রিপোর্টে - Photo- AFP
advertisement

রিপোর্ট অনুযায়ী , বিদ্যুৎ বিভাগ করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে কোনও মন্তব্য করেনি, কিন্তু ন্যাশানাল ইন্টিলিজেন্সের নির্দেশক এবকিল হ্যান্সের অফিস থেকে ২০২১ -র একটি দলিলে এই তথ্য জানানো হয়েছে৷

আরও পড়ুন-   South 24 Parganas News : সমুদ্রে জাল ফেলে মালামাল হয়ে গেলেন মৎস্যজীবীরা, উঠল লক্ষাধিক টাকার মাছ

advertisement

এফবিআই - কোভিড ভাইরাস লিক হওয়ার আশঙ্কা জারি করেছে

এই নতুন রিপোর্ট অনুযায়ি এই মহামারির উৎপত্তির গোপন কারণ আলাদা আলাদা এলাকা থেকে নির্ণয় করে জানিয়েছে কীভাবে তারা সিদ্ধান্তে পৌঁছেছে৷ বিদ্যুৎ বিভাগ এই এই মামলায় এফবিআই রায়ের সঙ্গে সহমত হয়েছে৷ তাদের দাবি চিনা ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷

advertisement

এখানে উল্লেখ্য এফবিআই ছাড়াও আরও চারটি এজেন্সি -র মত এই ভাইরাসের উৎপত্তি প্রাকৃতিকভাবে হয়েছে, তবে দুটি এজেন্সির এই নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি৷ রিপোর্ট অনুযায়ী বিদ্যুৎ বিভাগের এই সিদ্ধান্ত একেবারে গোপন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে৷ রিপোর্টে এই দাবি করা হয়েছে যে তাদের কাছে প্রচুর বৈজ্ঞানিক বিশেষজ্ঞ রয়েছে৷ তারা মার্কিন ল্যাবরেটরি নেটওয়ার্কের দেখাশুনো করে৷ যেখানে উন্নত জৈবিক বস্তু খোঁজা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রিপোর্ট অনুযায়ী এই গোপনীয় রিপোর্ট যাঁরা পড়েছেন তাঁদের মত অনুযায়ী বিদ্যুৎ বিভাগের এই রিপোর্টে আত্মবিশ্বাসের অভাব রয়েছে৷ তবুও তারা নিজেদের মত দিয়েছে৷ এদিকে এফবিআই ২০২১এ নিজেদের রিপোর্টে এই সিদ্ধান্তে পৌঁছেছে করোনা ভাইরাস ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে৷ এজেন্সি নিজেদের সিদ্ধান্তের খুব জোরালো প্রমাণ দেয়নি তাদের রিপোর্টে৷ কিন্তু তারা নিজেদের ফলাফলে বিশ্বাসী এটাই তারা দাবি করেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Coronavirus: চিনের ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে এবার আমেরিকার ‘এই’ সংস্থার রিপোর্টেও দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল