রিপোর্ট অনুযায়ী , বিদ্যুৎ বিভাগ করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে কোনও মন্তব্য করেনি, কিন্তু ন্যাশানাল ইন্টিলিজেন্সের নির্দেশক এবকিল হ্যান্সের অফিস থেকে ২০২১ -র একটি দলিলে এই তথ্য জানানো হয়েছে৷
আরও পড়ুন- South 24 Parganas News : সমুদ্রে জাল ফেলে মালামাল হয়ে গেলেন মৎস্যজীবীরা, উঠল লক্ষাধিক টাকার মাছ
advertisement
এফবিআই - কোভিড ভাইরাস লিক হওয়ার আশঙ্কা জারি করেছে
এই নতুন রিপোর্ট অনুযায়ি এই মহামারির উৎপত্তির গোপন কারণ আলাদা আলাদা এলাকা থেকে নির্ণয় করে জানিয়েছে কীভাবে তারা সিদ্ধান্তে পৌঁছেছে৷ বিদ্যুৎ বিভাগ এই এই মামলায় এফবিআই রায়ের সঙ্গে সহমত হয়েছে৷ তাদের দাবি চিনা ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷
এখানে উল্লেখ্য এফবিআই ছাড়াও আরও চারটি এজেন্সি -র মত এই ভাইরাসের উৎপত্তি প্রাকৃতিকভাবে হয়েছে, তবে দুটি এজেন্সির এই নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি৷ রিপোর্ট অনুযায়ী বিদ্যুৎ বিভাগের এই সিদ্ধান্ত একেবারে গোপন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে৷ রিপোর্টে এই দাবি করা হয়েছে যে তাদের কাছে প্রচুর বৈজ্ঞানিক বিশেষজ্ঞ রয়েছে৷ তারা মার্কিন ল্যাবরেটরি নেটওয়ার্কের দেখাশুনো করে৷ যেখানে উন্নত জৈবিক বস্তু খোঁজা হয়৷
রিপোর্ট অনুযায়ী এই গোপনীয় রিপোর্ট যাঁরা পড়েছেন তাঁদের মত অনুযায়ী বিদ্যুৎ বিভাগের এই রিপোর্টে আত্মবিশ্বাসের অভাব রয়েছে৷ তবুও তারা নিজেদের মত দিয়েছে৷ এদিকে এফবিআই ২০২১এ নিজেদের রিপোর্টে এই সিদ্ধান্তে পৌঁছেছে করোনা ভাইরাস ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে৷ এজেন্সি নিজেদের সিদ্ধান্তের খুব জোরালো প্রমাণ দেয়নি তাদের রিপোর্টে৷ কিন্তু তারা নিজেদের ফলাফলে বিশ্বাসী এটাই তারা দাবি করেছে৷
