TRENDING:

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছাড়াল, মৃত ৪ লক্ষ ২ হাজারের বেশি

Last Updated:

আমেরিকায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ৮৯৯

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছাড়াল। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ৬ হাজার ৪৩৬। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২ হাজার ৬৯৯। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লক্ষ ৫৯ হাজার ৯৭২ জন।
advertisement

এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৫৪ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ৮৯৯ । গত ২৪ ঘণ্টায় ৭২৩ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়েছে, এখন মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯১ হাজার ৯৬২ জন, মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৪৯৯ জনের। মৃতের নিরখে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৪ লক্ষ ৬৭ হাজার ৬৭৩ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৫৯ জনের। মৃত্যুর নিরিখে খারাপ পরিস্থিতি ব্রিটেনেও। এর মধ্যে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ছাপিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪০,৫৪২ জনের। আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে ভারত, সেখানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৬২৮, আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৯২৯ জনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্পেনে ২ লাখ ৪১ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৭,১৩৬ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৮৯৯ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজারের বেশি। পেরুতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৬ হাজার ৫১৫ জন আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৫ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৭৭৬ জনের। তুরস্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৩২ আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৯২ জনের। ফ্রান্সে সংক্রমিত ১ লক্ষ ৫৩ হাজার ৯৭৭ জন। মৃত্যু হয়েছে ২৯,১৫৫ মানুষের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছাড়াল, মৃত ৪ লক্ষ ২ হাজারের বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল