দীর্ঘ দিন টাকা ফেরত না পেয়ে তাঁর একাধিক প্রেমিকার মধ্যে একজন, চেন হং ,সন্দিগ্ধ হয়ে শিওয়েই-এর ফোন ঘাঁটতে থাকেন৷ ঘুমন্ত চেনের ফোনের মেসেজ পড়ে চেন বুঝতে পারেন ওই যুবক একইসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত৷ এ বার শিওয়েই-এর বাকি প্রেয়সীদের সঙ্গে যোগাযোগ করেন চেন৷ আরও দুই তরুণীর সঙ্গে মিলে তিনি ঠিক করেন প্রেমিকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন৷
advertisement
এর পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ২০২০ সালেই চাকরি ছেড়ে দিয়েছেন শিওয়েই৷ তার পর থেকেই তিনি কর্মহীন৷ এর পর তিনি একাধিক প্রেমিকা জুটিয়ে নিয়েছিলেন৷ তাঁদের কাছ থেকে নিয়মিত টাকা নিয়ে শোধ করতেন নিজের ধারদেনা৷ ইতিমধ্যে যুবকের প্রতারিত প্রেমিকাদের মধ্যে সখ্য গড়ে ওঠে৷ একসঙ্গে বেড়াতেও যান তাঁরা৷ এমনকি, যখন পুলিশ তাঁদের ঘটনার গতিপ্রকৃতি জানাতে ফোন করেন, তখন তাঁরা বিদেশে ছুটি কাটাচ্ছিলেন৷ প্রতারিত প্রেমিকা ত্রয়ী সহমত, অভিযুক্ত যুবক মানুষের মন পড়তে পারেন, তাই এত সহজে প্রতারণা করতে সফল হন৷