TRENDING:

Imposter Lover: ১১ লক্ষের বেশি প্রতারণা! ঠগবাজ প্রেমিককে জেলে পাঠিয়ে বিদেশে ছুটি কাটালেন প্রতারিত ৩ প্রেমিকা

Last Updated:

Imposter Lover: ঘুমন্ত চেনের ফোনের মেসেজ পড়ে চেন বুঝতে পারেন ওই যুবক একইসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এ যেন হার মানিয়ে দেয় চিত্রনাট্যকেও৷ তিন মহিলা একসঙ্গে ‘শিক্ষা’ দিলেন তাঁদের একই প্রেমিককে৷ অভিযোগ, ওই যুবক তাঁদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন৷ ঠকিয়েছেন ১ লক্ষ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ ৬৭ হাজার ৯৮২ টাকা৷ চিনা সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সাংহাইয়ের বাসিন্দা ওই যুবকের আড়াই বছরের কারাদণ্ড হয়েছে৷ অভিযুক্ত যুবকের নাম শিওয়েই৷ অভিযোগ, তাঁদের থেকে টাকা ধার করে আর ফেরাননি ওই যুবক৷
advertisement

দীর্ঘ দিন টাকা ফেরত না পেয়ে তাঁর একাধিক প্রেমিকার মধ্যে একজন, চেন হং ,সন্দিগ্ধ হয়ে শিওয়েই-এর ফোন ঘাঁটতে থাকেন৷ ঘুমন্ত চেনের ফোনের মেসেজ পড়ে চেন বুঝতে পারেন ওই যুবক একইসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত৷ এ বার শিওয়েই-এর বাকি প্রেয়সীদের সঙ্গে যোগাযোগ করেন চেন৷ আরও দুই তরুণীর সঙ্গে মিলে তিনি ঠিক করেন প্রেমিকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ২০২০ সালেই চাকরি ছেড়ে দিয়েছেন শিওয়েই৷ তার পর থেকেই তিনি কর্মহীন৷ এর পর তিনি একাধিক প্রেমিকা জুটিয়ে নিয়েছিলেন৷ তাঁদের কাছ থেকে নিয়মিত টাকা নিয়ে শোধ করতেন নিজের ধারদেনা৷ ইতিমধ্যে যুবকের প্রতারিত প্রেমিকাদের মধ্যে সখ্য গড়ে ওঠে৷ একসঙ্গে বেড়াতেও যান তাঁরা৷ এমনকি, যখন পুলিশ তাঁদের ঘটনার গতিপ্রকৃতি জানাতে ফোন করেন, তখন তাঁরা বিদেশে ছুটি কাটাচ্ছিলেন৷ প্রতারিত প্রেমিকা ত্রয়ী সহমত, অভিযুক্ত যুবক মানুষের মন পড়তে পারেন, তাই এত সহজে প্রতারণা করতে সফল হন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Imposter Lover: ১১ লক্ষের বেশি প্রতারণা! ঠগবাজ প্রেমিককে জেলে পাঠিয়ে বিদেশে ছুটি কাটালেন প্রতারিত ৩ প্রেমিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল