TRENDING:

Spy for China: সেই বুশের সময় থেকে আছেন...চিনের সঙ্গে কোনও সম্পর্কই নেই! চিনা চরবৃত্তির অভিযোগ অস্বীকার ভারতীয়ের

Last Updated:

প্রায় ২০ বছর ধরে আমেরিকা প্রশাসনের উপদেষ্টার কাজ করে আসছেন টেলিস৷ এএফপি-র খবর অনুযায়ী, তিনি নাকি তাঁর বাড়িতে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত প্রায় ১০০০ পাতার টপ সিক্রেট, গোপন নথি বেআইনি ভাবে রেখে দিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা উপদেষ্টা অ্যাশলে টেলিসকে চিনা চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন৷ যদিও আদালতে বুধবার আমেরিকার বায়ুসেনার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি বাড়িতে রাখা এবং চিনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করা সংক্রান্ত মার্কিন প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করল টেলিসের আইনজীবী

advertisement

টেলিসের আইনজীবী ডেবোরাহ কার্টিস এবং জন নাসিকাস একটি বিবৃতির মাধ্যমে জানান, ‘‘অ্যাশলে জে টেলিস অত্যন্ত সম্মাননীয় স্কার, প্রবীণ নীতি উপদেষ্টা৷’’

আরও পড়ুন : ট্রাম্পকে মুখের উপরে জবাব! রাশিয়ার তেল নিয়ে বিরাট দাবির পরেই স্পষ্ট কথা জানিয়ে দিল ভারত

advertisement

এই ষাটোর্ধ্ব উপদেষ্টা প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে উর্ধ্বতন পদে আসীন ছিলেন৷ তারপর থেকে আমেরিকার প্রতিরক্ষা দফতরে অবেতনভোগী উপদেষ্টা হিসাবে বহাল ছিলেন৷ যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর ১০ বছর পর্যন্ত জেল হতে পারে৷

advertisement

প্রায় ২০ বছর ধরে আমেরিকা প্রশাসনের উপদেষ্টার কাজ করে আসছেন টেলিসএএফপি-র খবর অনুযায়ী, তিনি নাকি তাঁর বাড়িতে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত প্রায় ১০০০ পাতার টপ সিক্রেট, গোপন নথি বেআইনি ভাবে রেখে দিয়েছিলেন

অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর টেলিস আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে যান এবং সেখান থেকে মার্কিন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত নথি প্রিন্ট করান৷ এরপরে ভার্জিনিয়া ফেয়ারফেক্সের একটি রেস্তোরাঁয় চিনা আধিকারিকের সঙ্গে দেখা করেন৷

advertisement

আরও পড়ুন: আবারও বড় দাবি ট্রাম্পেররাশিয়ার থেকে আর তেল কিনবে না ভারত, মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন মোদি, কিন্তু সত্যি কোনটা?

একটি ডিনার পার্টিতে টেলিস ম্যানিলা খাম নিয়ে ঢোকেন৷ কিন্তু, বেরনোর সময় তাঁর হাতে সেটি ছিল না৷ এছাড়া, দু’বার তাঁকে চিনা আধিকারিক গিফট ব্যাগ দিয়েছে বলেও জানা গিয়েছে

সংবাদসংস্থা এএফপি-কর খবর অনুযায়ী, ১১ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়৷ ওইদিনই তাঁর রোমে যাওয়ার কথা ছিল৷

হ্যালিগানের দাবি, ‘‘যে কোনও বৈদেশিক এবং আভ্যন্তরীণ বিষয় থেকে আমেরিকার মানুষকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য৷ যে অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে, তা সত্যি হলে বিষয়টি আমেরিকার মানুষের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নের সাথে জড়িত৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে হুবহু...! মেদিনীপুরের নতুন আকর্ষণ 'এই' ব্রিজ, দেখেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
Spy for China: সেই বুশের সময় থেকে আছেন...চিনের সঙ্গে কোনও সম্পর্কই নেই! চিনা চরবৃত্তির অভিযোগ অস্বীকার ভারতীয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল