TRENDING:

Covid 19 Test: মাত্র চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল ফল! নতুন দাবি চিনের বিজ্ঞানীদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শাংহাই: সময় লাগবে মাত্র চার মিনিট৷ কিন্তু পরীক্ষার ফল হবে পিসিআর ল্যাব পরীক্ষার মতো নির্ভুল৷ করোনা পরীক্ষার (Covid 19 Test) জন্য এমনই নতুন পরীক্ষা পদ্ধতি তৈরি করে ফেলল চিনা বিজ্ঞানীরা৷
কর্নাটকেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই কারণে মাস্ক পরা বাধ্যতামূল করা হয়েছে।  শুক্রবার সেই আদেশনামা জারি করেছে কর্নাটকের মন্ত্রিসভা। সংক্রমণ বাড়ছে কেরলেও। সেখানে দৈনিক করোনা আক্রান্তের সংক্যা পৌঁছে গিয়েছে ২ হাজার ৮১৩-তে।
কর্নাটকেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই কারণে মাস্ক পরা বাধ্যতামূল করা হয়েছে। শুক্রবার সেই আদেশনামা জারি করেছে কর্নাটকের মন্ত্রিসভা। সংক্রমণ বাড়ছে কেরলেও। সেখানে দৈনিক করোনা আক্রান্তের সংক্যা পৌঁছে গিয়েছে ২ হাজার ৮১৩-তে।
advertisement

গোটা বিশ্বেই করোনার (Coronavirus) সবথেকে নির্ভুল পরীক্ষা হিসেবে পিসিআর টেস্টকে স্বীকৃতি দেওয়া হয়৷ কিন্তু এই পরীক্ষার ফল আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়৷ করোনা আক্রান্তের সংখ্যা প্রচুর হওয়া বহু দেশেই আরটি- পিসিআর পরীক্ষার রিপোর্ট আসতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে গিয়েছে৷ এই সমস্যারই সমাধান খুঁজে বের করেছেন শাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷

advertisement

আরও পড়ুন: করোনার ধাক্কা সামলেও গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, সংসদে আহ্বাণ মোদির

সোমবার নেচার বায়োমেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করেছেন চিনা বিজ্ঞানীরা৷ তাঁরা জানাচ্ছেন, এমন একটি সেন্সর তৈরি করা হয়েছে যেটি মাইক্রোইলেক্ট্রনিক্স-এর সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই লালারসের নমুনার মধ্যে থেকে জেনেটিক বিশ্লেষণ করে পরীক্ষার ফল জানিয়ে দিতে পারে৷ সবমিলিয়ে সময় লাগে চার মিনিটেরও কম৷

advertisement

ইতিমধ্যেই ৩৩ জন করোনা আক্রান্তের নমুনা নিয়ে এই নতুন পরীক্ষা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে৷ একই সঙ্গে ওই নমুনাগুলির পিসিআর পরীক্ষাও করা হয়েছে৷ আবার এমন ৫৪ জনের নমুনা নেওয়া নিয়ে পরীক্ষা করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের জ্বর থাকলেও তাঁরা করোনা আক্রান্ত ছিলেন না৷ আবার বেশ কয়েকজন সুস্থ স্বেচ্ছাসেবকও ছিলেন৷ এই নমুনা পরীক্ষাগুলির ফলও সঠিক এসেছে৷

advertisement

আরও পড়ুন: কী কাণ্ড, করোনা টেস্টের নামে মহিলার গোপনাঙ্গের সোয়াব সংগ্রহ ল্যাবকর্মীর! তার পর যা হল...

চিনা গবেষকদের দাবি, নতুন এই পরীক্ষার পোর্টেবেল ডিভাইসটি তৈরি হয়ে গেলে বিমানবন্দর, হাসপাতাল, এমন কি বাড়িতেও সেটি ব্যবহার করে সহজেই করোনা পরীক্ষা করা সম্ভব হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এতদিন রাপিড অ্যান্টিজেন টেস্টেও দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যেত৷ তবে তা সবসময় নির্ভুল হত না৷ চিনা বিজ্ঞানীদের এই দাবি সঠিক হলে করোনা পরীক্ষার সময় সত্যিই অনেকটা কমবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Covid 19 Test: মাত্র চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল ফল! নতুন দাবি চিনের বিজ্ঞানীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল