আরও পড়ুন - ফিরছে স্মৃতি! কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক, মাত্র ২ হাজারে শুরু হচ্ছে বুকিং
চিনের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারর প্রোডিউসারের পক্ষ থেকে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আশান ইকবালের সঙ্গে একটি বৈঠক হয়। সেই বৈঠকে নাকি সংস্থা এই শর্ত দিয়েছে। বলেছেন, পাকিস্তানের ঘাড়ে ঋণ বাবদ ঝুলে থাকা মোট ৩ হাজার কোটি টাকা অবিলম্বে চিনকে ফেরত দিতে হবে। না হলে এই মাস থেকে সংস্থাগুলি কাজ বন্ধ করে দেবে। চিন-পাকিস্তান ইকোনমিক করিডোরের আওতায় চিনা সংস্থা শক্তি, যোগাযোগ, রেলওয়ে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে। সেগুলি বন্ধ হয়ে গেলে তো পরিকাঠামো ভেঙে পড়বে।
advertisement
আরও পড়ুন - যেন দানবের ডাক, ভূতুড়ে আর্তনাদ! নাসার প্রকাশ করা ব্ল্যাক হোলের শব্দ হাড়হিম করবে, শুনুন
পাকিস্তানের সঙ্গে মিটিংয়ে মোট ২৫টি চিনা সংস্থা অংশ নিয়েছিল। সেখানেই সরাসরি পাকিস্তানকে সতর্ক করে বলা হয়, যদি সময়ের মধ্যে এই বকেয়া টাকা পাকিস্তান ফেরত দিতে না পারে, তা হলে সমস্ত পরিষেবা বন্ধ করে দেবে চিনা সংস্থাগুলি। মনে করা হচ্ছে, চিনে করোনা সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ার ফলে নতুন করে অর্থনৈতিক সঙ্কটে পড়েছে চিন। এই সংস্থাগুলির ভাঁড়ারে টান পড়েছে। সেই কারণেই টাকা ফেরত চাইছে সে দেশ।